পাকিস্তানের থেকে বড় দেশ হওয়া সত্ত্বেও ভারত কম প্রতিভাবান ক্রিকেটার তৈরি করেছে বলে মনে করেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার আব্দুল রাজ্জাক। তার মতে, পাকিস্তানের মতো প্রতিভাবান ক্রিকেটার না থাকায় পাক-ভারত লড়াইয়ে নামতে ভয় পায় ভারত।
সর্বশেষ ২০১৩ সালে সাদা বলের ক্রিকেটে দ্বিপাক্ষিক সিরিজে লড়াই করেছিল পাকিস্তান। আর লাল বলের ক্রিকেটে ২০০৭ সালে সর্বশেষ মুখোমুখি হয়েছিল দুই দল। এরপর থেকেই রাজনৈতিক বৈরিতার কারণে শুধু বৈশ্বিক এবং মহাদেশিয় টুর্নামেন্টেই মুখোমুখি হয় দুই দল।
দ্বিপাক্ষিক সিরিজ না খেলার একমাত্র রাজনৈতিক বৈরিতা তা মানেন না আব্দুল রাজ্জাক। তার মতে, প্রতিভাবান ক্রিকেটার না থাকায় পাকিস্তানের সাথে খেলতে অপরাগ ভারত।
পাকিস্তানের গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন আব্দুল রাজ্জাক। এ সময় তিনি বলেন, ‘আমার মনে হয়, পাকিস্তানের সাথে কোনোভাবেই মাঠে লড়তে পারবে না ভারত। পাকিস্তানে যে পরিমাণে প্রতিভা আছে, ভারতের সেরকম প্রতিভা নেই।’
দীর্ঘ দিন ধরে ভারত-পাকিস্তান সিরিজ মাঠে না গড়ানোয় তা ক্রিকেটের জন্য ক্ষতিকর হয়ে উঠছে বলে মনে করেন রাজ্জাক। তার মতে এ দুই দলের লড়াইয়ের মাধ্যমেই বোঝা যায়, একজন ক্রিকেটার কতটা চাপ নিতে পারে।
রাজ্জাক বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ না হওয়া ক্রিকেটের জন্য বড় ক্ষতি। এ দুই দলের ম্যাচে ক্রিকেটাররা কতটুকু চাপ নিতে পারে সেটাই বড় পরীক্ষা। দুই দলের লড়াই হলে, তবেই লোকজন বুঝতে পারতো কেন পাক-ভারত সিরিজ হয় না। ভারত বিষয়গুলো ভালো বোঝে। কারণ, পাকিস্তানের বিপক্ষে ম্যাচে চাপ সামলানোর মতো ক্রিকেটার ভারতে নেই।’
অতীতের লড়াইয়ের কথা বিবেচনা করে, ভারতীয় দলের থেকে পাকিস্তান বেশ এগিয়ে ছিল বলে দাবি করেছেন রাজ্জাক। তিনি বলেন, ‘ভারতের দলও ভালো ছিল, এটা অস্বীকার করা যাবে না। ইমরান খান-কপিল দেবের মধ্যে তুলনা করলে ইমরান অনেক ভালো ক্রিকেটার ছিল। ওয়াসিম আকরাম মানের কোনো ক্রিকেটার ভারতে ছিল না। এছাড়াও আমাদের দলে ইনজামাম, ইউসুফ, ইউনিস , আফ্রিদি ছিল। ওদের শুধু দ্রাবিড়-শেবাগ ছিল। সার্বিকভাবে ভারতের চেয়ে পাকিস্তান দলে প্রতিভা বেশি ছিল।’
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৪ অক্টোবর পাক-ভারত লড়াই হবে। আইসিসির কোনো বৈশ্বিক আসরে এখনও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]