টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে শুক্রবার (৮ অক্টোবর) ওমান ‘এ’ দলের বিপক্ষে একটি অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে নিজেদের মধ্যে তিনদিন অনুশীলন করবে মাহমুদউল্লাহ-মুশফিকরা।
টাইগাররা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের সাথে টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক ওমানে অবস্থান করছে। সেখানে তিনদিনের কন্ডিশনিং ক্যাম্প করবে টাইগাররা। বিসিবির পক্ষ থেকে জানানো হয়, সোমবার একদিনের রুম কোয়ারেন্টাইন শেষে মঙ্গলাবর থেকেই অনুশীলন শুরু করেছে টাইগাররা।
কোয়ারেন্টাইন ইস্যুর কারণে প্রথমে ওমান ‘এ’ দলের বিপক্ষে অনুশীলন ম্যাচ না খেলার সিদ্বান্ত নিয়েছিল বাংলাদেশ। তবে ওমানে যাওয়ার পর ম্যাচটি খেলার সিদ্ধান্ত নেওয়া হয়। বিসিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ওমান ক্রিকেট বোর্ডের সাথে আলোচনার পর খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অনুশীলন ম্যাচের পর ৯ অক্টোবর দুবাই যাবে টাইগাররা। সেখানে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে যথাক্রমে ১২ ও ১৪ অক্টোবর দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। বর্তমানে আইপিএল খেলতে আরব আমিরাতে আছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।
বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে আবারও ১৫ অক্টোবর ওমানে আসবে মাহমুদউল্লাহ রিয়িাদের দল। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ১৯ ও ২১ অক্টোবর ওমান ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে লড়বে বাংলাদেশ।
প্রথম রাউন্ডের বাঁধা টপকাতে পারলে সুপার ১২তে খেলার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ। তখন আবারও আরব আমিরাত যাবে টাইগাররা।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]