পর্যাপ্ত বিনিয়োগের অভাবে পাকিস্তান ক্রিকেট বেশ পিছিয়ে আছে বলে দাবি করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজা। পাকিস্তান এখন ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অর্থের উপর নির্ভরশীল হয়ে আছে বলে জানিয়েছেন তিনি। দেশের ক্রিকেটের উন্নতির আইসিসি নয় বরং স্থানীয় উদ্যোগে শক্তিশালী একটি আর্থিক ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন বলে জানান।
পিসিবি প্রধান জানিয়েছেন এমন একটা ব্যবস্থা গড়ে তুলতে চান যেন আইসিসির অর্থের উপর নির্ভরশীল হয়ে থাকতে না হয়। এ কারণে স্থানীয় উদ্যোক্তাদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
রমিজ রাজা বলেন, ‘আমাদের ক্রিকেট অনেকটাই আইসিসির অর্থের উপর নির্ভরশীল। আমি যখন হিসাব নিকাশ দেখি তখন খুব ভয় হয়। কারণ এখানে স্থানীয় উদ্যোক্তাদের অবদান খুবই কম।’
করোনাভাইরাস মহামারির কারণে আর্থিক বেশ ক্ষতির মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট। এ কারণে দেশের ক্রিকেট থেকে পৃষ্ঠপোষকরা মুখ ফিরিয়ে নিচ্ছেন বলে জানান তিনি। এভাবে চললে দেশে ক্রিকেট পিছিয়ে পড়বেও বলে মন্তব্য করেন তিনি।
রমিজ বলেন, ‘আমাদের একই জায়গায় থাকতে হবে। এটা জাতীয় চেতনার বিষয়। আমাদের আর্থিক দিকগুলো বিবেচনা করলে দেখা যাবে আমরা কেবল মাত্র ৫ শতাংশ পাই।’
পাকিস্তানের প্রতিবেশি দেশগুলো এ বিষয়ে বেশ এগিয়ে আছে বলে মন্তব্য করেন রমিজ রাজা। বলেন, ‘প্রতিবেশি দেশগুলোতে দেখবেন ওদের অনেক বিনিয়োগ আছে। এ কারণে তারা আমাদের থেকে এগিয়ে আছে।’
এছাড়াও বিশ্বসেরা দলে পরিণত হলে বিদেশি দলগুলো পাকিস্তানের মাটিতেই খেলবে বলে আশাবাদী তিনি। বলেন, ‘আমাদের দল যদি বিশ্বসেরা হয় তাহলে বিদেশি দলগুলো পাকিস্তানে আসার ব্যাপারে কখনই না করবে না।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]