দু’টির বদলে এক কাপ চা খান, বোর্ডের খরচ কমাতে রমিজ রাজার নির্দেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৬ এএম, ০৫ অক্টোবর ২০২১
দু’টির বদলে এক কাপ চা খান, বোর্ডের খরচ কমাতে রমিজ রাজার নির্দেশ

পাকিস্তান ক্রিকেটের খুব একটা ভালো অবস্থা যাচ্ছে না। দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে আশা জাগানো সারা পেলেও সর্বশেষ নিউজিল্যান্ড কাণ্ডে আবারও হতাশা তৈরি করেছে। এ অবস্থায় বোর্ডের কর্তাদের খরচ কমানোর নির্দেশ দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজা।

দু’দিন আগে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম পরিদর্শনে গিয়েছিলেন বোর্ড সভাপতি রমিজ রাজা। সেখানেই বোর্ডের কর্মকর্তাদের সাথে সাক্ষাৎকালে এ নির্দেশ দেন তিনি। রমিজ বলেন, ‌‘প্রধানমন্ত্রী ইমরান খান দেখিয়েছেন, কিভাবে প্রধানমন্ত্রীর বাসভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের খরচ বাঁচান।’

খরচ কমানোর ওপর জোর দিয়ে রমিজ বলেন, ‘বোর্ডের অতিরিক্ত খরচগুলো আমাদের কমানো উচিত। দুই কাপের বদলে এক কাপ চা খাওয়ার অভ্যাস করা উচিত। এয়ার কন্ডিশনের ব্যবহার কমানো উচিত। অফিস ছাড়ার আগে লাইট বন্ধ করা উচিত।’

তিনি আরও বলেন, ‘আমাদের দল যদি বিশ্বের এক নম্বর দল না হয়, তাহলে আমাদের কারো এখানে থাকার দরকার নেই। আমাদের এমনভাবে কাজ করা উচিত যাতে করে আমাদের উপস্থিতি সবাই বুঝতে পারে।’

পিসিবির সভাপতি হওয়ার পর-পরই কঠিন সময় মুখে পড়েছেন রমিজ। নিরাপত্তার কারণে মাঠে খেলা শুরুর আগ মুহূর্তে সিরিজ বাতিল করে দেশে ফিরে গেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। নিউজিল্যান্ডের পর পাকিস্তান সফর বাতিল করেছে ইংল্যান্ডও। পর পর দুটি সিরিজ বাতিল হওয়ার পর অনেকটা চাপের মুখে পড়েছেন রমিজ।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে ভারতকে হারাবে পাকিস্তান : ওয়াকার

বিশ্বকাপে ভারতকে হারাবে পাকিস্তান : ওয়াকার

ইংল্যান্ডের দুঃখ প্রকাশ, পাকিস্তানে খেলবে পূর্ণাঙ্গ সিরিজ

ইংল্যান্ডের দুঃখ প্রকাশ, পাকিস্তানে খেলবে পূর্ণাঙ্গ সিরিজ

ক্ষমতা কমায় পিসিবির প্রধান নির্বাহীর পদ ছাড়লেন ওয়াসিম খান

ক্ষমতা কমায় পিসিবির প্রধান নির্বাহীর পদ ছাড়লেন ওয়াসিম খান

ক্রিকেটারদের আহত বাঘের ন্যায় ঝাঁপিয়ে পড়তে বললেন ইমরান খান

ক্রিকেটারদের আহত বাঘের ন্যায় ঝাঁপিয়ে পড়তে বললেন ইমরান খান