প্রকৃতি প্রথম দুই ম্যাচে ব্যাট করতে দেয়নি। পরের দুই ম্যাচে সুযোগ পেয়েও ইনিংস বড় করতে পারেননি তামিম ইকবাল। তবে পঞ্চম ম্যাচে এসে বড় স্কোরের দেখা পেয়েছেন এ বামহাতি ড্যাশিং ওপেনার। তামিমের রানে ফেরার ম্যাচে তুলে নিয়েছেন ভৈরাহাওয়া গ্ল্যাডিয়েটরস।
সোমবার (৪ সেপ্টেম্বর) কীর্তিপুর ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ড মাঠে চিতওয়ান টাইগার্সের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে নামে তামিমের দল ভৈরাহাওয়া।
ফিল্ডিংয়ে নেমে বেশ দ্রুতই সাফল্য পায় ভৈরাহাওয়া। দলীয় ১৮ রান প্যাভিলিয়নে ফেরেন চিতওয়ান ওপেনার খদক বোহোরা। এরপর আরেক ওপেনার মোহাম্মদ শেহজাদ এবং করিম জান্নাত মিলে দলীয় বিপর্যয় সামাল দেন। শেষ পর্যন্ত ৮ উইকেট ১৬৪ রানে থামে চিতওয়ান টাইগার্সের ইনিংস।
১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভৈরাহাওয়ার দুই ওপেনার তামিম ইকবাল এবং প্রদীপ আইরি দলকে উড়ন্ত সূচনা এনে দেন। দুইজন মিলে গড়ে তোলেন ১০৫ রানে জুটি।
তামিম ৩০ বলে ৪০ রানের ইনিংস খেলে আউট হলে ভাঙে এ জুটি। এ ইনিংসে ৫টি চার এবং একটি ছক্কা হাঁকান তিনি। এ ম্যাচে তামিমের স্ট্রাইক রেট ছিল ১৩৩.৩৩।
তামিম আউট হওয়ার পরও ভৈরাহাওয়ার জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি। তামিমের আউটের পর লঙ্কান ব্যাটার উপুল থারাঙ্গার ব্যাটে সহজেই জয়ের বন্দরে পৌঁছায় ভৈরাহাওয়া।
সংক্ষিপ্ত স্কোর
চিতওয়ান টাইগার্স: ১৬৪/৮, (করিম জানাত ৩৫, শেহজাদ ৩২, অবিনাশ বোহারা, ৩/৩৮, কুশল মাল্লা ২/১৫)
ভৈরাহাওয়া গ্লাডিয়েটরস: ১৬৫/৪,(তামিম ৪০, প্রদীপ ৭২, করিম জানাত ২/২৩)
ফল: ভৈরাহাওয়া ৬ উইকেটে জয়ী।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]