নিরাপদেই মাস্কাট পৌঁছেছে বাংলাদেশ দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৩ এএম, ০৫ অক্টোবর ২০২১
নিরাপদেই মাস্কাট পৌঁছেছে বাংলাদেশ দল

আরব সাগরে সৃষ্ট ঘৃর্ণিঝড় শাহিনের প্রভাবে ওমানের উদ্দেশে টাইগার ক্রিকেটারদের দেশ ছাড়তে বিলম্ব হলেও নিরাপদেই মাস্কাট পৌঁছেছেন মাহমুদউল্লাহ রিয়াদরা। সোমবার (৪ অক্টোবর) সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিশ্বকাপ যাত্রায় বাংলাদেশ ক্রিকেট দলের ফ্লাইট ছিল রোববার (৩ অক্টোবর) দিনগত রাত পৌনে ১১টায়। তবে ওমানে ঘূর্ণিঝড় শাহিনের কারণে মাস্কাটি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট উঠা-নামা বন্ধ রাখা হয়। ফলে বাংলাদেশ দলের বিশ্বকাপ যাত্রা নিয়ে শঙ্কা তৈরি হয়।

টাইগারদের বিশ্বকাপ যাত্রার শঙ্কা কেটে গেলে নির্ধারিত সময়ে ঢাকা ছাড়তে পারেনি। দুই ঘণ্টা বিলম্বে টাইগার ক্রিকেটারদের নিয়ে মাস্কাটের উদ্দেশে বিমান উড়াল দেয় রাত পৌনে ১টায়। চার ঘণ্টা বিমান ভ্র্রমণ শেষে নিরাপদেই ওমান পৌঁঁছেছে বাংলোদেশ ক্রিকেট দল।

ঢাকার চেয়ে মাস্কাটের সময়ের ব্যবধান দুই ঘণ্টা পিছিয়ে। বাংলাদেশের পৌনে ১টায় মাস্কাটের সশয় পৌনে ১১টা। সে হিসেবে প্রায় ৪ ঘণ্টার বিমানভ্রমণ শেষে বাংলাদেশ ক্রিকেট দল রাত পৌনে ৩টার দিকে মাস্কাট বিমানবন্দরে পৌঁছেছে। সেখান থেকে পারস্য উপসাগরের তীরবর্তী একটি হোটেলে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই একদিনের রুম কোয়ারেন্টাইন পালন করবেন মাহমুদউল্লাহ রিয়াদরা।

মাত্র একদিনের রুম কোয়ারেন্টাইন শেষ করে মঙ্গলবার থেকেই বিশ্বকাপ প্রস্তুতিতে নেমে পড়বে বাংলাদেশ ক্রিকেট দল।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে বিশ্বকাপে আশাবাদী মুশফিক

দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে বিশ্বকাপে আশাবাদী মুশফিক

করোনার সুখবর নিয়ে বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ দল

করোনার সুখবর নিয়ে বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ দল

সম্ভাব্য সেরা দলই যাচ্ছে বিশ্বকাপে

সম্ভাব্য সেরা দলই যাচ্ছে বিশ্বকাপে

মাস্কাট-আবুধাবি পর্বের সূচি প্রকাশ, বিশ্বকাপের আগে টাইগারদের দুটি প্রস্তুতি ম্যাচ

মাস্কাট-আবুধাবি পর্বের সূচি প্রকাশ, বিশ্বকাপের আগে টাইগারদের দুটি প্রস্তুতি ম্যাচ