তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হাই পারফর্মেন্স (এইচপি) দলকে হোয়াটওয়াশ করেছে বাংলাদেশ ‘এ’ দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত তৃতীয় ও শেষ ম্যাচে এইচপি দলকে ৪ রানে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।
সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেট এবং দ্বিতীয় ম্যাচে ৩০ রানে জিতেছিল বাংলাদেশ ‘এ’ দল। বিশ্বকাপের আগে ফর্ম ফিরে পেতে সিরিজের প্রথম দুই ম্যাচে খেলেছিলেন মুশফিকুর রহিম।
জাতীয় দলের সাথে করোনা পরীক্ষা দিতে সিরিজের তৃতীয় ম্যাচে খেলেননি মুশফিক। রোববার (৩ অক্টোবর) ওমানের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল।
শনিবার অনুষ্ঠিত হওয়া তৃতীয় ওয়ানডেটি বৃষ্টির কারণে ৪৪ ওভারে নামিয়ে আনা হয়। প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার সাদমান ইসলামের ৪৭ রানে ভর করে ৯ উইকেটে ২২২ রান করে ‘এ’ দল।
সিরিজের দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করা মমিনুল হক এদিন ২৭ রানে প্যাভিলিয়নে ফেরেন। এছাড়াও মোসাদ্দেক এবং ইয়াসির আলি রাব্বি দুইজনই ২০ রান করে করেন। এইচপির হয়ে হাসান মুরাদ ৩০ রানে ৪ উইকেট শিকার করেন। ৫৫ রানে ২ উইকেট শিকার করেন রেজাউর রহমান।
এরপর বৃষ্টির কারণে আবারও খেলা বন্ধ হলে ম্যাচের দৈর্ঘ্য ৩৩ ওভারে নেমে আসে। ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে এইচপির সামনে ৩৩ ওভারে ১৯৪ রানে লক্ষ্য দাঁড়ায়। তবে নির্ধারিত ওভারে ১৮৯ রানে থামে এইচপির ইনিংস।
এইচপি দলের হয়ে অধিনায়ক তৌহিদ হৃদয় ৭৯ বলে ৯৩ রান করে অপরাজিত থাকেন। এছাড়াও রেজাউর রহমান রাজার ব্যাট থেকে আসে ৩৩ রান। ‘এ’ দলের হয়ে মোসাদ্দেক এবং রাকিবুল হাসান ৩ টি করে উইকেট শিকার করেন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]