চলতি মাসেই কোচ নিয়োগের সিদ্ধান্ত নেবে বিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৬ পিএম, ০২ এপ্রিল ২০১৮
চলতি মাসেই কোচ নিয়োগের সিদ্ধান্ত নেবে বিসিবি

চলতি মাসের মধ্যেই টাইগারদের জন্য প্রয়োজনীয় সব কোচ নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব-রিয়াদদের প্রধান কোচসহ পরামর্শক, সহকারী কোচের নিয়োগ সিদ্ধান্ত চূড়ান্ত হচ্ছে এ মাসেই। আগামী দুই সপ্তাহের মধ্যেই পূর্বাচলে ক্রিকেট স্টেডিয়ামের প্রাথমিক পর্বের কাজ শেষ হবে।

রোববার সন্ধ্যায় পল্টনের শহীদ নূর জাতীয় ভলিবল স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এসব কথা বলেন।

সামনে আফগানিস্তানের সঙ্গে সিরিজ আছে বাংলাদেশ টাইগারদের। সঙ্গে ভারত সফর আছে। এছাড়া মাশরাফি-সাকিব-তামিমদের কোচিং স্টাফে নিয়োগ নিয়েও বিসিবি আলোচনা করছে। তবে এপ্রিলের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান পাপন, ‘জুনের আগে হওয়া উচিত। এটা না হওয়ার কোন কারণ নেই। বাই এপ্রিল আমরা সিদ্ধান্ত নিবো। ঝুলিয়ে রাখার কিছু নেই। একটা ডিসিশন নেয়া। কাউকে নিচ্ছি কি নিচ্ছি না সেটা জুনের আগেই সিদ্ধান্ত হবে।’

প্রধান কোচ ছাড়াও সহকারী কোচ ও পরামর্শকদের সঙ্গে আলোচনা করছেন বলেও জানান তিনি, ‘শুধু একজন কোচ না। আমরা বিভিন্ন কোচের সঙ্গে কথা বলেছি। একজন হেড কোচ, কনসাল্টেন্ট, এসিস্টেন্ট কোচ, ব্যাটিং কনসাল্টেন্ট এপ্রিলের মধ্যেই সিদ্ধান্ত নিচ্ছি। মনে করতে হবে এপ্রিলের মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলছি।’

এছাড়াও পূর্বাচলে ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ নিয়েও কথা বলেছেন তিনি, ‘আমার সঙ্গে সর্বশেষ যে বৈঠক হয়েছে, মাননীয় অর্থমন্ত্রীও ছিলেন। পূর্বাচলে স্টেডিয়ামে ৩২ একরের মতো জায়গা ইয়ারমার্ক করা হয়েছে। এখন হস্তান্তর প্রক্রিয়ায় আছে। পূর্ত মন্ত্রণালয় থেকে ক্রীড়া মন্ত্রণালয় তারপর প্রধানমন্ত্রীর অধিদপ্তরে গেছে। এটা ডিজাইন, বাইরের ডিজাইন সবকিছু করা হয়েছে।’

‘আগামী দুই সপ্তাহের মধ্যেই ডিজাইন ও কনসেপ্টসহ কাজ শুরু করতে পারবো। জাতীয় ক্রীড়া পরিষদ কাজ করবে। আমরা নিজেদের জন্য করবো। সরকারের জন্যে এটা লুক্রেটিভ একটা অফার। এই শর্তেই নিজেরাই করবো সেটা হচ্ছে, সরকার যদি বিনামূল্যে বা প্রতিকী মূল্যে জায়গাটা দিয়ে দেয়। তবে, পূর্বাচলের স্টেডিয়ামটা পৃথিবীতে দেখার মতো একটা স্টেডিয়াম হবে।’

বিসিবি সভাপতি এসময় স্বাধীনতা ও জাতীয় দিবস ভলিবলের ফাইনাল ম্যাচ দেখতে এসেছিলেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে ৩-১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

এসময় ম্যাচ শেষে বিজয়ী ও বিজেতাদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি মো: আতিকুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

দীর্ঘ মেয়াদী ইনজুরিতে তামিম

দীর্ঘ মেয়াদী ইনজুরিতে তামিম

কেন ‘বল বিকৃতির’ পরিকল্পনা করেছিল অস্ট্রেলিয়া?

কেন ‘বল বিকৃতির’ পরিকল্পনা করেছিল অস্ট্রেলিয়া?

আইপিএলেও নেতৃত্ব হারালেন স্মিথ

আইপিএলেও নেতৃত্ব হারালেন স্মিথ

বল টেম্পারিং : পদত্যাগ করেছেন স্মিথ ও ওয়ার্নার

বল টেম্পারিং : পদত্যাগ করেছেন স্মিথ ও ওয়ার্নার