কিছুদিন পরেই শুরু হবে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। প্রায়ই অভিযোগ শোনা যায় এনসিএল ছাড়াও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করলেও জাতীয় দলের জন্য ক্রিকেটারদের মূল্যায়ন করা হয়। এ ধরনের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন নির্বাচক আব্দুর রাজ্জাক।
জাতীয় দলের খেলার মতো বয়স এবং সামর্থ্য আছে এমন ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটে পারফর্মেন্স করলে তাদের পারফর্মেন্স মূল্যায়ন করা হয় জানিয়েছেন নির্বাচক রাজ্জাক।
এনসিএল কিংবা বিসিএলের প্রত্যেক আসরেই রানের ফোয়ারা ফোটান ব্যাটার তুষার ইমরান। তবুও জাতীয় দলে জায়গা করে নিতে পারেননা তিনি। তুষার ইমরান জাতীয় দলের পরিকল্পনায় নেই বলেই বলেই জাতীয় দলে সুযোগ পাননা বলে জানিয়েছেন রাজ্জাক।
এ বিষয়ে রাজ্জাক বলেন, ‘আমাদের পারফর্মেন্স দেখা হয় এ দুই-তিনটি খেলায়। এনসিএল, বিসিএল, ডিপিএল আর এখন বিপিএল। এখানে যারা পারফর্ম করে তারাই থাকে। এরপরেও সন্দেহ থাকার কথা নেই।’
তিনি আরও বলেন, ‘এমন কিছু হতে পারে-কিছু খেলোয়াড় থাকে, যারা শুধু প্রথম শ্রেণির ক্রিকেটেই খেলছে। তুষার ইমরানের কথা ধরুন, ভালো খেলছে, কিন্তু ওকে কি দলে নেওয়া সম্ভব? এসব অভিযোগ থাকবেই। এ নিয়ে চিন্তার কিছু নেই। আমরা চাই, সব ক্রিকেটারই বেশি ম্যাচ খেলুক।’
বাংলাদেশ দলে সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ রিয়াদের জায়গা পাকাপোক্ত। তাদের জায়গায় আসতে হলে অসাধারণ পারফর্মেন্স করে দলে আসতে হয় বলে জানিয়েছেন রাজ্জাক। তাই তো ঘরোয়া লিগের পারফর্মেন্সের মূল্যায়ন না করার অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি।
রাজ্জাক বলেন, ‘জাতীয় দলে কিছু জায়গা থাকে একদম পাকাপোক্ত। ঐ জায়গাতে কাউকে আসতে হলে অসাধারণ পারফরম্যান্স করে আসতে হবে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। যদি অভিযোগ করে থাকে, হয়ত এরকম ব্যাপার।’
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে এনসিএল খেলতে নামছে ক্রিকেটাররা। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্র শুরু করবে বাংলাদেশ। এ সিরিজের আগে জাতীয় দলের ক্রিকেটাররা এনসিএলের কততম রাউন্ড পর্যন্ত খেলবে তা নিয়েও কথা বলেন রাজ্জাক।
বলেন, ‘নিশ্চিত না এখনও, তবে আশা করা হচ্ছে ৩-৪টি ম্যাচ তো খেলবেই। অন্তত ৩টা, তবে ৪টা ম্যাচ খেলার সুযোগ বেশি। এটা আনুষ্ঠানিক ঘোষণা নয়। তবে আমরা আশা করছি।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]