নারী ক্রিকেটের এমন মাইলফলকে অ্যালিসা পেরি প্রথম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৩ এএম, ০৩ অক্টোবর ২০২১
নারী ক্রিকেটের এমন মাইলফলকে অ্যালিসা পেরি প্রথম

প্রথম নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচহাজার রান এবং তিনশ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যালিসা পেরি। ভারতের বিপক্ষে চলমান দিবা-রাত্রির টেস্টে এ ইতিহাস গড়েন তিনি।

অনেকদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন অ্যালিসা পেরি। শুধুমাত্র তিনশ উইকেট ছোয়ার অপেক্ষায় ছিলেন অ্যালিসা পেরি। শেষ পর্যন্ত সে মাইলফলকও স্পর্শ করে ফেলেছেন তিনি।

শুক্রবার (১ অক্টোবর) ভারতীয় ব্যাটার পূজা ভাস্ত্রেকারকে প্যাভিলিয়নে ফিরিয়ে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। আর এতেই এ অন্যন্য রেকর্ডের অধিকারী হন তিনি।

চলতি কারারা টেস্টের আগে আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮ টেস্ট, ১১৮ ওয়ানডে এবং ১২৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন অ্যালিসা পেরি। এ সময়ে টেস্টে ৬২৪ রান ও ৩১ উইকেট, ওয়ানডেতে ৩১৩৫ রান ও ১৫২ উইকেট এবং টি-টোয়েন্টিতে ১২৪৩ রান এবং ১১৫ উইকেট শিকার করেন তিনি।

চলমান কারারা টেস্টে দুই উইকেট শিকার ক্যারিয়ারের তিনশ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন অ্যালিসা পেরি।

পুরুষদের ক্রিকেটে ১২ জন ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ হাজার রান এবং তিনশ উইকেট শিকারের কীর্তি গড়েছেন। তারা হলেন- ইয়ান বোথাম, কপিল দেব, ইমরান খান, ওয়াসিম আকরাম, সনাথ জয়াসুরিয়া, শন পোলক, অ্যান্ড্রু ফ্লিনটফ, শহীদ আফ্রিদি, ড্যানিয়েল ভেট্টোরি, ডোয়াইন ব্রাভো, মঈন আলি এবং সাকিব আল হাসান।

আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ হাজার রান এবং ৩০০ উইকেট শিকারের প্রথম কীর্তি গড়েন ইংলিশ কিংবদন্তি অলরাউন্ডার ইয়ান বোথাম।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সবার পরে বিশ্বকাপ স্কোয়াড দিয়েও পরিবর্তন আনলো শ্রীলঙ্কা

সবার পরে বিশ্বকাপ স্কোয়াড দিয়েও পরিবর্তন আনলো শ্রীলঙ্কা

নেদারল্যান্ডস সফরে যাচ্ছে ইংল্যান্ড, সূচি প্রকাশ

নেদারল্যান্ডস সফরে যাচ্ছে ইংল্যান্ড, সূচি প্রকাশ

আইপিএলে নতুন দলের বেসপ্রাইস ২ হাজার কোটি টাকা

আইপিএলে নতুন দলের বেসপ্রাইস ২ হাজার কোটি টাকা

তালেবান ইস্যুতে স্থগিতের শঙ্কায় আফগান-অস্ট্রেলিয়া টেস্ট

তালেবান ইস্যুতে স্থগিতের শঙ্কায় আফগান-অস্ট্রেলিয়া টেস্ট