বাংলাদেশের পেসারদের মধ্যে সবচেয়ে গতিময় তাসকিন আহমেদ। তবে বিশ্বকাপের স্কোয়াডে থাকা এ টাইগার পেসারের মতে, টি-টোয়েন্টিতে শুধু গতি নয়, দরকার স্লোয়ারও। ফলে শরণাপন্ন হলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। জাতীয় দলের এক সময়ের সতীর্থ ও ছোট ভাইয়ের ডাকে ‘বোলিং গুরু’ হলেন মাশরাফি। চিরচেনা মিরপুরে তাসকিনকে স্লোয়ারের সাথে সবচেয়ে সফল এ সাবেক টাইগার অধিনায়ক শেখালেন কাটারও।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তাসকিনের সাথে নেটের গিয়ে বিভিন্ন গ্রিপ দেখিয়ে দেন মাশরাফি। বেশ লম্বা সময় ধরে নেটে দুইজন একসাথে কাজ করেন। এ সময় তাদের সাথে ছিলেন কোচ মিজানুর রহমান বাবুল।
অনুশীলন শেষে মিরপুরে গণমাধ্যমের সাথে কথা বলেন তাসকিন আহমেদ। সেখানেই মাশরাফির সাথে কি নিয়ে কাজ করেছেন সে বিষয়ে কথা বলেন তিনি।
টাইগার পেসার তাসকিন বলেন, ‘ব্যস্ততার মাঝে যে মাশরাফি ভাই আমাকে সময় দিল এটাই তো অনেক। অনেক দিন ধরেই বলছিলাম। যে গ্রিপটা দেখিয়েছে, সেটা আমার আগের গ্রিপের থেকে একটু ভিন্ন। আশা করি যদি আয়ত্বে আনতে পারি, তাহলে দলও সুবিধা পাবে।’
বোলিংয়ে বিচিত্র আনতে অনুশীলনে বেশ কিছু গ্রিপ দেখিয়েছে মাশরাফি। তাসকিন বলেন, ‘ভাইয়া (মাশরাফি) এসে কিছু গ্রিপ দেখালো। বললো যে, একেক জনের অ্যাকশন একেক রকম হয়। ওইগুলো একটু ট্রাই করে দেখতে। আমার কাছে ভালো লাগলো যে, কিছু কাটারের গ্রিপ দেখালো। ওইগুলো নিয়ে কাজ করলে ভবিষ্যতে ভালো হবে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাড়তি অস্ত্র যোগ করতে গিয়ে ঝামেলা না পাকানোর পরামর্শও দিয়েছেন মাশরাফি। তাসকিন বলেন, ‘এটা যখন আয়ত্বে আসবে, তারপর অন্যটা করবো। যেহেতু সামনে অনেক খেলা, তাই একসাথে অনেক কিছু শিখতে গেলে কনফিউজড হতে পারি। সেক্ষেত্রে একটাতেই লক্ষ্য রাখছি।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]