ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কোনো ম্যাচ না খেলেই ইনজুরিতে পড়েছেন কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেন্ডুলকার। তার বদলি হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সে যুক্ত হয়েছেন দিল্লির পেসার সিমারজিত সিং।
চলতি মৌসুমের নিলামে ভিত্তিমূল্য ২০ লাখ রুপিতে অর্জুনকে দলে ভিড়িয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তবে আইপিএলে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।
চলতি মৌসুমে কোনো ম্যাচ না খেলে ইনজুরিতে পড়েছেন অর্জুন। তার ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ।
অর্জুনের বদলি হিসেবে দলে আসা সিমারজিত সিং ইতিমধ্যেই টুর্নামেন্টের স্বাস্থ্যবিধি মেনে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন শেষ করে দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন।
আইপিএলে এখনও অভিষেক না হলেও সিমারজিত সিং ভারতীয় দলের সর্বশেষ শ্রীলঙ্কা সফরে নেট বোলার হিসেবে ছিলেন। টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ১৫ ম্যাচ খেলে ১৮ উইকেট শিকার করেছেন ২৩ বছর বয়সী এ পেসার। সর্বশেষ বিজয় হাজারে ট্রফিতে দিল্লির হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১১ উইকেট শিকার করেছেন তিনি।
ইনজুরি কারণে অর্জুন টেন্ডুলকারকে স্কোয়াড থেকে বাদ দিলেও তার ইনজুরির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ। চলতি বছরেই মুম্বাই রাজ্য দলের হয়ে সিনিয়র ক্রিকেটে অভিষিক্ত হন অর্জুন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]