ইংল্যান্ডের দুঃখ প্রকাশ, পাকিস্তানে খেলবে পূর্ণাঙ্গ সিরিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৫ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২১
ইংল্যান্ডের দুঃখ প্রকাশ, পাকিস্তানে খেলবে পূর্ণাঙ্গ সিরিজ

ফাইল ফটো

নিউজিল্যান্ড নিরাপত্তার অজুহাত দেখিয়ে সিরিজ বাতিল করার পরপরই পাকিস্তান সফর বাতিল করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তবে নিজেদের সিদ্ধান্ত যে ভুল ছিল তা বুঝতে বেশি সময় নেয়নি ইংলিশরা। ওই ঘটনার জন্য পাকিস্তান ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছে ইংল্যান্ড। একই সাথে নতুন বছরে পাকিস্তানে পূর্ণ সফরে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে তারা।

আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইংল্যান্ডের পুরুষ এবং নারী দলের পাকিস্তান সফর করার সূচি ছিল। তবে নিউজিল্যান্ড নিরাপত্তার দোহাই দেখিয়ে সিরিজ বাতিল করলে ইংল্যান্ডও একই পথ অনুসরণ করে।

নিউজিল্যান্ড সিরিজ বাতিল করার মাত্র দু’দিন পরেই সফর বাতিলের ঘোষণা দেয় ইংল্যান্ড। এরপর থেকেই শুরু হয় তুমুল বিতর্ক। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নানা সমালোচনার মাঝেই শোনা যায়, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড পাকিস্তান সফর বাতিল করতে তাদের কোন ক্রিকেটারদের সঙ্গে কথাই বলেনি।

এদিকে, বুধবার ইসিবি’র চেয়ারম্যান ইয়ান ওয়াটমোর সফর বাতিলের বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘সফর বাতিলের খবরে পাকিস্তান এবং গোটা বিশ্বে যারা দুঃখ পেয়েছেন তাদের জন্য আমি অনুতপ্ত।’

সফর বাতিলে ক্রিকেটারদের মতামত না নেওয়ার বিষয়টি স্বীকার করে ইসিবির চেয়ারম্যান বলেন, ‘খুব কঠিন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। সত্যি বলতে ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যকেই প্রাধান্য দেওয়া হয়েছে। তবে এটা ঠিক যে, ক্রিকেটারদের সঙ্গে কথা বলা হয়নি।’

সফর বাতিল করায় বিশ্বকাপের আগে আর খেলা সম্ভব নয়। তবে পাকিস্তানে পূর্ণ সফরে এখন ইংল্যান্ড প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। বলেন, ‘সূচি মেনে পূর্ণ সফরের জন্য আমরা প্রস্তুত। আগামী বছরেই সফর করার ভাবনা-চিন্তা চলছে। সময় নিয়েও সেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

এদিকে, বিশ্বকাপের আগে শুধুমাত্র টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা থাকলেও নতুন বছরে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে তিনটি টেস্ট এবং পাঁচটি ওয়ানডে ম্যাচের সিরিজও হতে পারে।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে ‌‘যুক্ত’ হচ্ছেন শোয়েব মালিক

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে ‌‘যুক্ত’ হচ্ছেন শোয়েব মালিক

ক্ষমতা কমায় পিসিবির প্রধান নির্বাহীর পদ ছাড়লেন ওয়াসিম খান

ক্ষমতা কমায় পিসিবির প্রধান নির্বাহীর পদ ছাড়লেন ওয়াসিম খান

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে আফ্রিদির অসন্তোষ

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে আফ্রিদির অসন্তোষ

ক্রিকেটারদের আহত বাঘের ন্যায় ঝাঁপিয়ে পড়তে বললেন ইমরান খান

ক্রিকেটারদের আহত বাঘের ন্যায় ঝাঁপিয়ে পড়তে বললেন ইমরান খান