মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম খান। ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তার এ পদে থাকার মেয়াদ ছিল। তবে পিসিবি নতুন চেয়ারম্যান হিসেবে রমিজ রাজা নিযুক্ত হওয়ার পর ক্ষমতা কমে যাওয়ায় পদত্যাগ করলেন তিনি।
কয়েকমাস ধরেই চাকরি মেয়াদ বাড়ানো নিয়ে বোর্ডের সাথে আলোচনা করছিলেন ওয়াসিম খান। তবে পিসিবির নতুন সভাপতি হিসেবে রমিজ রাজা আসায় তা নিয়ে শঙ্কা তৈরি হয়। এ কারণেই নিজে থেকে পদত্যাগ করেছে ওয়াসিম।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে বোর্ড সভাপতি কাছে পদত্যাগপত্র জমা দেন ওয়াসিম খান। এরপরই আনুষ্ঠানিক বিবৃতিতে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে আরও জানিয়েছে, বিষয়টি বিবেচনা করার জন্য আলোচনায় বসবে তারা।
ঠিক কী কারণে ওয়াসিম খান পদত্যাগ করেছেন তা বিস্তারিত জানায়নি পিসিবি। তবে পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে, নতুন সভাপতি আসায় ওয়াসিমের ক্ষমতা হ্রাস করা হয়েছে। এছাড়াও ওয়াসিম খানের সাথে চুক্তি নবায়ন করতে ইচ্ছুক না বোর্ড সভাপতি।
২০১৯ সালে তিন বছরের চুক্তিতে পিসিবির প্রধান নির্বাহীর দায়িত্ব নেন ওয়াসিম খান। দায়িত্ব নিয়ে দেশে ক্রিকেট ফেরানোর কাজে বেশ সফল হয়েছিলেন তিনি। এছাড়াও পাকিস্তানের ক্রিকেট উন্নয়নে বেশ ভূমিকা রেখেছেন।
ওয়াসিম খান জীবনের প্রথমদিকে ছিলেন একজন প্রথম শ্রেণির ক্রিকেটার। ১৯৯৫ থেকে ২০০১ সাল পর্যন্ত কাউন্টি ক্রিকেটে খেলেছিলেন। এছাড়াও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটেও খেলেছিলেন তিনি।
পিসিবির দায়িত্ব নিয়েই বর্তমান চেয়ারম্যান রমিজ রাজা জানিয়েছিলেন বেশ পরিবর্তনের মধ্যে দিয়ে যাবে পাকিস্তান ক্রিকেট। তার দায়িত্ব নেওয়ার সাথে সাথেই পদত্যাগ করেন পাকিস্তান দলের কোচ মিসবাহ উল হক এবং ওয়াকার ইউনুস। এবার সে তালিকায় যুক্ত হলেন ওয়াসিম খান।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]