মাত্র ৩৩ বছর, এ সময় ক্রিকেটাররা সাধারণত ক্যারিয়ারের স্বর্ণসময় পার করেন। পেসার সাজেদুল ইসলামের গল্পটা পুরোটাই ভিন্ন। সাদা ও রঙিন দুই পোষাকেই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা এ বাঁহাতি পেসার মাত্র ৩৩ বছর বয়সেই নিজের ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করলেন সাজেদুল।
দ্বিতীয় বাংলাদেশি টেস্ট ক্রিকেটার হিসেবে আম্পায়ারিংকে পেশা হিসেবে বেছে নিলেন সাজেদুল ইসলাম। এর আগে প্রথম বাংলাদেশি টেস্ট ক্রিকেটার হিসেবে আম্পায়ারিং করেছিলেন এনামুল হক মনি।
বুধবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) সিলেট অনূর্ধ্ব-১৮ এবং বরিশাল অনূর্ধ্ব-১৮ ম্যাচের আম্পায়ার হিসেবে দাঁড়ানোর মাধ্যমে অভিষেক হলো তার।
২০০৮ সালে নিউজিল্যান্ডের ডানেডিনে সাজেদুল ইসলামের টেস্ট অভিষেক হয়। অভিষেক টেস্টে নিয়েছিলেন ২ উইকেট। সিরিজের দ্বিতীয় টেস্টে ওয়েলিংটনে ১ উইকেট শিকার করেন তিনি।
নিউজিল্যান্ড সফরে দুই টেস্ট খেলার পর দীর্ঘ ৫ বছরের বিরতি দিয়ে আবারও জাতীয় দলের জার্সি গায়ে জড়ান সাজেদুল। জিম্বাবুয়ে সফরে এক টেস্ট খেলে উইকেট শূন্য ছিলেন তিনি। একই সফরে টি-টোয়েন্টি অভিষেকও হয়। সে ম্যাচে ১ ওভারে ১৫ রান দেন তিনি। এরপর আর কখনও জাতীয় দলের জার্সিতে মাঠে নামতে পারেননি সাজেদুল।
পেশাদার ক্যারিয়ারে ৯৯ প্রথম শ্রেণির ম্যাচে শিকার করেছেন ২৪১ উইকেট। এছাড়াও ৫৫ লিস্ট এ এবং ৭ টি-টোয়েন্টিতে শিকার করেছেন যথাক্রমে ৬৭ এবং ৬ উইকেট।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]