আইপিএলে নিজেদের সর্বশেষ ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে ইনজুরিতে পড়েছেন কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেল। ফলে কলকাতার একাদশে একটি পরিবর্তন বাধ্যতামূলক ছিল। তবে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে দুই পরিবর্তন নিয়ে খেলছে কলকাতা। একাদশে দুটি পরিবর্তন হলেও জায়গা পাননি বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান।
অবশ্য শুরুতে একটি পরিবর্তনের কথা ভাবা হলেও এই ম্যাচে আনা হয়েছে দুই পরিবর্তন। রাসেলের পরিবর্তে কলকাতার হয়ে মাঠে নেমেছেন কিউই পেসার টিম সাউদি। সর্বশেষ চেন্নাইয়ের বিপক্ষে বাজে বোলিং করায় একাদশ থেকে বাদ পড়েছেন পেসার প্রসিদ্ধ কৃষ্ণ। তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন পেসার সন্দীপ ওয়ারিয়ার। আগের ম্যাচে কৃষ্ণার ওভারেই চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচে হাত ফসকে যায়।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম পর্বে সাত ম্যাচে মাত্র দুই জয় পেয়েছিল কলকাতা। তবে সংযুক্ত আরব আমিরাত পর্বে ঘুরে দাঁড়িয়েছে তারা। আরব আমিরাতে তিন ম্যাচে দুই জয় তুলে নিয়েছে কলকাতা।
পয়েন্ট টেবিলের যা অবস্থা, এখন প্লে অফের দৌড়ে থাকতে হলে চারটি ম্যাচই জিততে হবে তাদের। না হলে রান রেটের ঝামেলায় পড়তে হবে কলকাতাকে।
কলকাতা একাদশ
শুভমান গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, নিতিশ রানা, ইয়ান মরগান, দিনেশ কার্তিক, টিম সাউদি, লকি ফার্গুসন, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, সন্দীপ ওয়ারিয়ার।
দিল্লি ক্যাপিটালস একাদশ
শিখর ধাওয়ান, স্টিভেন স্মিথ, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত, শিমরন হেটমায়ার, ললিত যাদব, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা, আইনরিখ নার্কিয়া, আবেশ খান।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]