কিছুদিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন বোর্ডের ৯০০ কোটি টাকা ফিক্সড ডিপোজিট করে রাখা হয়েছে। টাকা জমিয়ে রাখা নয়, ক্রিকেট উন্নয়নে খরচ করতে চান পরিচালক পদপ্রার্থী নাঈমুর রহমান দূর্জয়।
বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দূর্জয়। খেলা ছেড়ে এখন ক্রিকেট সংশ্লিষ্ট বিষয়ে জড়িত আছেন তিনি। বর্তমানে বিসিবির পরিচালক।
বোর্ডের পরিচালনা পর্ষদে আসার আগে ছিলেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক। প্রধান নির্বাচকের পদ ছেড়ে দিয়ে এখন বোর্ডের সাথে জড়িত হয়েছেন।
বোর্ডে জড়িয়ে এক সময় বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন দূর্জয়। বর্তমানে হাই পারফর্মেন্স ইউনিটের সাথে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তিনি।
আসন্ন বিসিবি নির্বাচনে ঢাকা বিভাগের পরিচালক পদে নির্বাচন করছেন দূর্জয়। ২০১৭ সালেও ঢাকা বিভাগ থেকে নির্বাচন করে বোর্ড পরচালক হয়েছিলেন তিনি।
ঢাকা বিভাগে এবার দূর্জয়ের প্রতিদ্বন্দ্বী রয়েছেন ৩ জন। তারা হলেন, সৈয়দ আশরাফুল ইসলাম টিটু, তানভির আহমেদ টিটু এবং খালিদ হাসান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে যাওয়ায় স্বশরীরে মনোনয়ন পত্র কিনতে পারেননি দূর্জয়। তবে স্বশরীরে মনোনয়ন পত্র জমা দিতে এসেছিলেন।
সোমবার (২৭ সেপ্টেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মনোনয়ন পত্র জমা দেন তিনি। এ সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেন।
ক্রিকেটের উন্নয়নে আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠনের বিকল্প নেই বলে জানান তিনি। দুর্জয় বলেন, ‘দেশের ক্রিকেট উন্নয়নে আঞ্চলিক ক্রিকেট অধিদপ্তর করার বিকল্প নেই। ক্রিকেটকে এগিয়ে নিতে আঞ্চলিক ক্রিকেট উন্নয়ন, একাডেমি গঠনে আরও মনযোগী হওয়া দরকার বলে জানান তিনি।’
বিসিবির অর্থ জমিয়ে না রেখে তা ক্রিকেট উন্নয়নে খরচ করতে আগ্রহী নাঈমুর রহমান দূর্জয়। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা যদি শুধু মনে করি টাকা জমিয়ে রাখা এবং এফডিআর করাই বড় কাজ, আসলে তা নয়। এই বিষয়গুলো থেকে বেরিয়ে এসে আঞ্চলিক ক্রিকেটের উন্নয়নে, একাডেমির উন্নয়নে আরও বেশি ব্যয় করা উচিত।’
আরও বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি আগে বোর্ডের সীমাবদ্ধতা ছিল। তবে সেগুলো এখন আর নাই।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]