ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের দ্বিতীয় অংশে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে হেরে কলকাতা নাইট রাইডার্স। হারের ম্যাচে চোট পেয়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল।
ক্যারিবিয়ান অলরাউন্ডারের চোট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর ডেভিড হাসি। এখনই রাসেলের চোটের বিষয়ে কিছু বলা যাবে না বলে জানিয়েছেন তিনি। তবে রাসেলের হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কথা নিশ্চিত করেছেন তিনি।
চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচের পর হাসি বলেন, ‘এখনই এসব বলা উচিত হবে না। সে (রাসেল) তার সমস্যার কথা বলেছে। আমাদের মেডিক্যাল স্টাফরা বিষয়টা দেখছে। আশা করি চোট গুরুতর নয়।’
রোববার (২৬ সেপ্টেম্বর) চেন্নাইয়ের ব্যাটিংয়ের ১৭তম ওভারে ফিল্ডিং করতে গিয়ে চোটে পড়েন রাসেল। এ চোটের পর ম্যাচে বাকি থাকা ওভারের কোটা পূরণ করতে পারেননি তিনি। তার পরিবর্তে বোলিং করেন তরুণ ভারতীয় পেসার প্রসিদ্ধ কৃষ্ণ।
ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলের চোটে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের একাদশে সুযোগ মিলতে পারে। কারণ কলকাতা স্কোয়াডে অতিরিক্ত বিদেশি অলরাউন্ডার থাকায় একাদশের বাইরের সময় কাটাচ্ছেন সাকিব।
রাসেলের চোটের পাশাপাশি চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচে হারের বিষয় নিয়েও কথা বলেন ডেভিড হাসি। এ বিষয়ে হাসি বলেন, ‘রাসেলের এক ওভার বাকি ছিল। তবে ওই সময় ও বোলিংয়ে আসবে কিনা তা নিশ্চিত ছিল না। প্রসিদ্ধও ভালো বোলার। তবে দুর্ভাগ্যজনক বশত সে আজকে খারাপ বোলিং করেছে। আশা করি ও ঘুরে দাঁড়াবে।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]