চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের জন্য চলতি বছরের ৬ সেপ্টেম্বর স্কোয়াড ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষিত স্কোয়াড নিয়ে নিজের অসন্তোষের কথা জানিয়েছেন সাবেক পাকিস্তানি অধিনায়ক শহীদ আফ্রিদি।
পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি শোয়েব মালিক, ওয়াহাব রিয়াজ এবং সরফরাজ আহমেদ। এ নিয়ে নিজের বিস্ময়ের কথাও লুকাননি তিনি। দলে কয়েকজন ক্রিকেটারের জায়গা পাওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক এ অধিনায়ক।
পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পরপরই কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান মিসবাহ উল হক এবং ওয়াকার ইউনিস। এরপর থেকেই গুঞ্জন উঠে পরিরবর্তন আসতে পারে পাকিস্তান স্কোয়াডে।
বিশ্বকাপ উপলক্ষে ঘোষিত স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ দিয়েছে ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসির নিয়মানুযায়ী চলতি বছরের ১০ অক্টোবরের মধ্যে যেকোনো সময় স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে অংশগ্রহণকারী দলগুলো।
আইসিসির এ নিয়মের সুবিধা নিয়ে পাকিস্তান স্কোয়াডে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন শহীদ আফ্রিদি। তিনি বলেন, ‘আমি বিশ্বকাপ দল সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনেছি। বিশ্বকাপের আগে বেশ কিছু পরিবর্তন নিয়ে পাকিস্তানের দল আবারও ঘোষণা করবে পিসিবি।’
শহীদ আফ্রিদির আগে একই সম্ভাবনার কথা জানিয়েছিলেন পাকিস্তানের প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম। তিনি বলেন, ‘বিভিন্ন বিশেষ পরিস্থিতিতে আমরা দলে পরিবর্তন আনতে পারি।’
তবে স্কোয়াডে কতটি পরিবর্তন আসবে কিংবা নতুন করে স্কোয়াডে কে জায়গা পাবে তা নিয়ে কোনো কথা বলেননি পাকিস্তানের প্রধান নির্বাচক।
স্কোয়াডের পাশাপাশি নতুন কোচদের নিয়োগ পাওয়া নিয়েও কথা বলেন আফ্রিদি। ম্যাথু হেইডেন এবং ভারনন ফিল্যান্ডার জুটি স্বল্প সময়ের মধ্যে দলের মধ্যে কার্যকর প্রভাব ফেলতে পারবেন না বলেও মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে আফ্রিদি বলেন, ‘আমার মনে হয় না ম্যাথু হেইডেন এবং ভারনন ফিল্যান্ডার এত স্বল্প সময়ে দলকে বড় কোনো সাফল্য এনে দিতে পারবে।’
এছাড়াও মিসবাহ এবং ওয়াকারের পদত্যাগ নিয়েও কথা বলেছেন আফ্রিদি। তারা বিশ্বকাপের পর পদত্যাগ করতে পারতো বলেও জানান তিনি। বলেন, ‘যদি তারা (মিসবাহ উল হক এবং ওয়াকার ইউনিস) নিজেরাই সিদ্ধান্ত নিয়ে পদত্যাগ করে থাকে, তাহলে তারা বিশ্বকাপ পর্যন্ত অপেক্ষা করতে পারতো।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]