সংযুক্ত আরব আমিরাতে ১৭ অক্টোবর থেকে শুরু হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসরের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ। এদিকে, দেশের বড় ভাইয়েরা যখন বিশ্বকাপে খেলবে ঠিক তার আগেই স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
জাতীয় দলের পাইপলাইনে থাকা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সফর চূড়ান্ত করে বিজ্ঞপ্তি দিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। রোববার (২৬ সেপ্টেম্বর) দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বাংলাদেশের যুবারদের প্রথম ম্যাট মাঠে গড়াবে ১৫ অক্টোবর।
২০২০ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পর বেশকিছু নতুন খেলোয়াড় নিয়ে নতুন করে দল গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। করোনার কারণে নতুন এই অনূর্ধ্ব-১৯ দল খুব বেশি খেলার সুযোগ পায়নি। ঘরের মাঠে আফগান যুবাদের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজের পর শ্রীলঙ্কা সফরও হতে যাচ্ছে দ্বিতীয় সিরিজ। এছাড়া এই দলের এটাই প্রথম বিদেশ সফর।
শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ৭ অক্টোবর শ্রীলঙ্কা যাবে আইচ মোল্লারা। সেখানে কোয়ারেন্টাই শেষে বায়ো-বাবল পরিবেশে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল।
বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে লঙ্কান যুবারা ইতিমধ্যে কলম্বোতে ট্রেনিং ক্যাম্প করছে। যেখানে প্রধান কোচ হিসাবে রয়েছেন আভিষ্কা গুনাবর্ধেনে। এছাড়া ফিল্ডিং কোচ উপুল চন্দনা, স্পিন বোলিং কোচ সাচিথ পাথিরানা, ফাস্ট বোলিং কোচ চামিলা গামাগে এবং ব্যাটিং কোচ ধামিকা সুদর্শনা ক্যাম্পে থেকে তাদের অনুশীলন করাচ্ছেন।
এদিকে, সূচি চূড়ান্ত করলেও কোন ভেন্যুতে খেলা হবে সেটি নিশ্চিত করেনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
বাংলাদেশ যুবাদের শ্রীলঙ্কা সফর সূচি
১ম ওয়ানডে : ১৫ অক্টোবর
২য় ওয়ানডে : ১৮ অক্টোবর
৩য় ওয়ানডে : ২০ অক্টোবর
৪র্থ ওয়ানডে : ২৩ অক্টোবর
৫ম ওয়ানডে : ২৫ অক্টোবর।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]