ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের দ্বিতীয় পর্ব শুরুর আগে চোটে পড়েছিলেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তাই তো এখনও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামা হয়নি তার। তবে চোট কাটিয়ে মাঠে ফিরতে প্রস্তুত হার্দিক।
রোববার (২৬ সেপ্টেম্বর) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে মাঠে ফিরবেন বলে আশাবাদী মুম্বাইয়ের পরিচালক জহির খান। মাঠে ফেরার জন্য পান্ডিয়া ইতিমধ্যেই প্রস্তুতিও শুরু করেছে বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে ভারতের সাবেক পেসার জহির খান বলেন, ‘আমাদের আজকে অনুশীলন সেশন আছে। সে (হার্দিক) অনুশীলন শুরু করেছে। আমরা আশা করছি ও ফিট হয়ে উঠবে এবং আমরা তাকে পাবো।’
আইপিএলের প্রথম পর্বে সাত ম্যাচের পাঁচটিতেই জয় তুলে নিয়েছিল মুম্বাই। তবে দ্বিতীয় পর্বে এখনও জয়ের দেখা পায়নি মুম্বাই। তবে আইপিএলের সবচেয়ে সফল দলটি আবারও ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী জহির খান।
এ বিষয়ে তিনি বলেন, ‘আইপিএল অনেক প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট। তাই দলের সবাই সবার উপর নির্ভরশীল। এছাড়াও সবগুলো দল একে অন্যকে দুর্দান্তভাবে বিশ্লেষণ করছে।’
টুর্নামেন্টের শেষের দিকে প্রতিটি দলকে বেশ চাপ অনুভব করে। এ ধরনের সব চাপ সামলে মুম্বাই দুর্দান্ত পারফর্ম করতে পারবে বলে আশাবাদী জহির খান। তিনি বলেন, ‘যখন টুর্নামেন্ট শেষের দিকে চলে আসবে, তখন চাপ বেশি হয়। আমরা জানি চাপের মধ্যে কিভাবে পারফর্ম করতে হয়।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]