তালেবান সরকার ক্ষমতা দখরের পর থেকেই নানা শঙ্কা আর উদ্বিগ্নতার মধ্য দিয়ে যাচ্ছে আফগানিস্তানের ক্রীড়াঙ্গন। সর্বশেষ দেশটির ক্রিকেট দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও শঙ্কা তৈরি হয়। বলা হয়, দেশের জাতীয় পতাকার পরিবর্তে তালেবান পতাকা ব্যবহার করলে নিষিদ্ধের আওতায় পড়তে হবে। তবে আপাতত সে শঙ্কা কেটে গেছে।
দেশটির ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান আজিজুল্লাহ ফাজলি জানিয়েছেন, তালেবান নয়, জাতীয় পতাকা নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামবে আফগানিস্তান ক্রিকেট দল।
ছেলেদের ক্রিকেট খেলার বিষয়ে তালেবান সরকার স্বাধীনতা দিলেও নারীদের ক্রিকেট নিয়ে কোন কথা বলেনি। তবে ইসলামী শরীয়া মোতাবেক শাসন কার্যক্রম চালানোয় দেশটিতে যে আর নারীদের ক্রিকেটে ফেরছে তা ধরেই নেওয়া যায়।
গুঞ্জন উঠেছিল বিশ্বকাপে আফগানিস্তানের পতাকা নিয়ে খেলতে দিবে না তালেবানরা। সেক্ষেত্রে বিশ্বকাপ থেকে বহিস্কার হওয়ার শঙ্কায় পড়েছিল আফগান ক্রিকেট।
ব্রিটেনের সংবাদপত্রে বলা হয়, শুধুমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না দেওয়াই নয়, আইসিসি হয়তো আফগানিস্তানের সদস্যপদ বাতিলও করতে পারে। আইসিসির ১৭ জন বোর্ড সদস্যের মধ্যে ১২ জন যদি আফগানিস্তানের সদস্যপদ খারিজের পক্ষে ভোট দেন, তাহলে বাদ পড়তে পারে আফগানরা।
তবে সে শঙ্কা কেটে গেছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আজিজুল্লাহ ফাজলি জানিয়েছেন, জাতীয় পতাকা নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামবে আফগানিস্তান।
র্যাংকিংয়ে আট দলের মধ্যে থাকায় আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে আফগানিস্তান। গ্রুপ-২এ আফগানদের প্রতিপক্ষ ভারত-পাকিস্তান ও নিউজিল্যান্ড।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]