ফ্রাঞ্চাইজি ক্রিকেটে কোচ হিসেবে বেশ সফল সাবেক লঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। সাবেক এ অধিনায়ককে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক পর্বে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে মাহেলা জয়াবর্ধনের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে এসএলসি। জাতীয় দলের পাশাপাশি অনূর্ধ্ব-১৯ দলের পরামর্শক হিসেবেও কাজ করবেন জয়াবর্ধনে।
বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্রাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ হিসেবে কাজ করছেন জয়াবর্ধনে। আইপিএলের ১৪তম আসর শেষে ওমানে শ্রীলঙ্কা দলের সাথে যোগ দিবেন তিনি।
চলতি বছর অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক পর্ব খেলবে শ্রীলঙ্কা। সুপার টুয়েলভ নিশ্চিত করার লড়াইয়ে শ্রীলঙ্কার প্রতিপক্ষ হিসেবে আছে নামিবিয়া, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ড। এ তিন ম্যাচে শ্রীলঙ্কা দলের সাথে কাজ করবেন জয়াবর্ধনে।
জাতীয় দলের সাথে স্বল্প সময় কাজ করলেও অনূর্ধ্ব-১৯ দলের সাথে দীর্ঘ মেয়াদে কাজ করবেন মাহেলা জয়াবর্ধনে। পাঁচ মাসের চুক্তিতে অনূর্ধ্ব-১৯ দলের কোচিং প্যানেলে যুক্ত হবেন তিনি।
এসএলসি প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা আশাবাদী, জয়াবর্ধনের বিশাল অভিজ্ঞতার ভাণ্ডার জাতীয় এবং অনূর্ধ্ব-১৯ দলকে সমৃদ্ধ করবে।
এসএলসির টেকনিক্যাল উপদেষ্টা কমিটির সুপারিশের ভিত্তিতে মাহেলা জয়াবর্ধনে দুইটি দলে সাথে যুক্ত করা হয়েছে।
ফ্রাঞ্চাইজি ক্রিকেটে কোচ হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তিনটি আইপিএল শিরোপা জিতেছেন জয়াবর্ধনে। এছাড়াও দ্য হানড্রেডের প্রথম আসরের চ্যাম্পিয়ন সাউদার্ণ ব্রেভের প্রধান কোচের দায়িত্বও পালন করেছেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]