আইয়ার-ত্রিপাঠি ঝড়ে কলকাতার টানা দ্বিতীয় জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৩ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২১
আইয়ার-ত্রিপাঠি ঝড়ে কলকাতার টানা দ্বিতীয় জয়

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের ৩৪তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসকে ৭ উইকেটে হারিয়েছে সাকিববিহীন কলকাতা নাইট রাইডার্স। এবারের আসরে এটি কলকাতার ৪র্থ জয়।

আবুধাবিতে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৫৫ রান তোলে মুম্বাই। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি কক। ৪২ বলে ৪ চার এবং ৩ ছক্কায় এ ইনিংস খেলেন তিনি।

ওপেনিংয়ে নেমে দুই ব্যাটার রোহিত শর্মা এবং কুইন্টন ডি কক মিলে গড়ে তোলেন ৭৮ রানের উদ্বোধনী জুটি গড়েন। ৩৩ রান করে রোহিত বিদায় নিলে দলের রানের চাকাও স্লথ হয়ে যায়।

রোহিতের বিদায়ের পর একপ্রান্ত আগলে রেখে দলকে সম্মানজনক সংগ্রহ এনে দেন প্রোটিয়া ব্যাটার ডি কক। অন্য প্রান্তে সব যাওয়া আসার মিছিলে যোগ দিয়েছিলেন।

কলকাতার হয়ে ফার্গুসন এবং প্রসিধ কৃষ্ণ দুইটি করে উইকেট শিকার করেন। এছাড়াও একটি উইকেটে পকেটে ভরেন রোহিত শর্মা।

১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৪০ রানের প্যাভিলিয়নের পথ ধরেন শুভমান গিল। এরপর দলকে আর বিপদে পড়তে দেননি ভেঙ্কটেশ আইয়ার এবং রাহুল ত্রিপাঠি। দুইজন মিলে গড়ে তোলেন ৮৮ রানের জুটি।

৩০ বলে ৪ চার এবং ৩ ছক্কায় ৫৩ রান করা আইয়ার বিদায় নিলেও দলকে জয়ের বন্দরে ভিড়িয়েই মাঠ ছাড়েন রাহুল ত্রিপাঠি।

শেষ পর্যন্ত ৪২ বলে ৭৪ রান করে অপরাজিত ছিলেন রাহুল। মুম্বাইয়ের হয়ে জাসপ্রিত বুমরাহ ৪৩ রানে ৩ উইকেট শিকার করেন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং প্রকাশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং প্রকাশ

আইপিএল খেলতে এসে বিশ্বকাপ হারালেন স্টয়নিস

আইপিএল খেলতে এসে বিশ্বকাপ হারালেন স্টয়নিস

আবুধাবি আইপিএলেও করোনার হানা, হায়দরাবাদের সাতজন আইসোলেশনে

আবুধাবি আইপিএলেও করোনার হানা, হায়দরাবাদের সাতজন আইসোলেশনে

শ্বাসরুদ্ধকর জয়ের ম্যাচে মোস্তাফিজের অধিনায়ককে জরিমানা

শ্বাসরুদ্ধকর জয়ের ম্যাচে মোস্তাফিজের অধিনায়ককে জরিমানা