চলতি বছরের ১৭ অক্টোবর থেকে মাঠে গড়াবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। এবারের আসরের জন্য থিম সং প্রকাশ করেছে ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
থিম সং কম্পোজ করেছেন বলিউডের বিখ্যাত সঙ্গীত পরিচালক অমিত ত্রিবেদী। থিম সংয়ের পাশাপাশি এনিমেটেড ফিল্মও প্রকাশ করেছে আইসিসি। সেখানে ক্রিকেটের বিভিন্ন সুপারস্টারদের পাশাপাশি যুক্ত করা হয়েছে বিভিন্ন দেশের সমর্থকদের।
There’s somethin’ happenin’ in the air yo
— T20 World Cup (@T20WorldCup) September 23, 2021
Drop everything else. The #T20WorldCup anthem is here #LiveTheGame pic.twitter.com/eczg0WfKwD
অ্যানিমেশনে ফিল্মে অ্যাভাটার হিসেবে আছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি, ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কাইরন পোলার্ড, অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল এবং আফগান লেগ স্পিনার রশিদ খান।
আইসিসি তাদের ব্রডকাস্ট পার্টনার স্টার স্পোর্টসের সাথে যৌথভাবে এ অফিসিয়াল থিম সং প্রকাশ করেছে। এটি প্রকাশিত হয়েছে আইসিসি, বিসিসিআই এবং স্টার স্পোর্টসের সামাজিক যোগাযোগমাধ্যম পেজে।
চলতি বছরের ১৭ অক্টোবর ওমান ও পাপুয়া নিউগিনির মধ্যকার ম্যাচ দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে। ১৪ নভেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালের পর্দা নামবে এবারের আসরের।
করোনাভাইরাস মহামারির মধ্যে বিশ্বকাপ আয়োজিত হলেও মাঠে দর্শকদের প্রবেশাধিকার থাকছে। তবে ভেন্যুতে কি পরিমাণ দর্শক থাকবে এবং টিকিটের দাম কেমন হবে তা এখনও জানায়নি আইসিসি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]