বাংলাদেশ সফরে আগ্রহী আফগানিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৬ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২১
বাংলাদেশ সফরে আগ্রহী আফগানিস্তান

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছে আজিজুল্লাহ ফজলি। দায়িত্ব নিয়েই এশিয়ার শক্তিশালী দেশগুলো বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার বিষয়ে আগ্রহী হয়েছেন তিনি। এ কারণে এশিয়া সফরে বের হচ্ছেন তিনি। প্রথমে পাকিস্তান এরপর ভারত, বাংলাদেশে এবং সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন তিনি। সবার সাথেই আলোচনায় বসবেন আজিজুল্লাহ ফজলি।

তালেবানরা আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকেই বদলে গেছে পুরো দেশের চিত্র। ক্রিকেটও এর ব্যতিক্রম নয়। এসিবিতেও এসেছে পরিবর্তন। এরপরেই থেকেই ক্রিকেটের উন্নয়নের জন্য উঠে পড়েছে লেগেছে তারা।

তালেবানরা ক্ষমতা দখলের পর থেকেই দেশটিতে নিষিদ্ধ করা হয় নারী ক্রিকেট। এর জেরে আফগানদের বিপক্ষে টেস্ট সিরিজ স্থগিত করার হুমকি দিয়েছে অস্ট্রেলিয়া। তবে শেষ পর্যন্ত কি হবে তা এখনও নিশ্চিত নয়।

ইতিমধ্যে পাকিস্তানের বিপক্ষে সিরিজ স্থগিত করেছে আফগানিস্তান। সে সিরিজটি আয়োজনেও আগ্রহী হয়েছে এসিবি। এ বিষয়ে কথা বলতেই পাকিস্তান সফর করবেন আজিজুল্লাহ ফজলি।

এ বিষয়ে তিনি বলেন, ‘সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় পাকিস্তানের সাথে যে সিরিজ হওয়ার কথা ছিল তা আয়োজন করতে চাই। এ বিষয়ে আলোচনা করতেই পাকিস্তান সফর করছি।’

ফজলি আরও জানান, পাকিস্তান সফরের পর ভারত, বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন তিনি। এসব দেশের সাথে দ্বিপাক্ষীয় সিরিজ আয়োজনই সফরের মূল লক্ষ্য বলে জানান।

এসিবি সভাপতি আজিজুল্লাহ ফজলি বলেন, ‘আফগানি ক্রিকেটের উন্নতিই আমাদের লক্ষ্য। এ বিষয়ে অন্য দেশগুলো সহযোগিতা দরকার। এ কারণেই মূলত এ সফর।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

তালেবান পতাকা ব্যবহারে বিশ্বকাপে নিষিদ্ধ হতে পারে আফগানিস্তান

তালেবান পতাকা ব্যবহারে বিশ্বকাপে নিষিদ্ধ হতে পারে আফগানিস্তান

সভাপতির পর আফগান ক্রিকেটের প্রধান নির্বাহীকেও সরালো তালেবান

সভাপতির পর আফগান ক্রিকেটের প্রধান নির্বাহীকেও সরালো তালেবান

আফগানিস্তানে আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করলো তালেবান

আফগানিস্তানে আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করলো তালেবান

পরিবারসহ দেশ ছেড়ে পাকিস্তানে আফগান নারী ফুটবলাররা

পরিবারসহ দেশ ছেড়ে পাকিস্তানে আফগান নারী ফুটবলাররা