বিশ্বকাপে ছয়দিন হলেও ওমানে ২৪ ঘণ্টায় পার পাবে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৬ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২১
বিশ্বকাপে ছয়দিন হলেও ওমানে ২৪ ঘণ্টায় পার পাবে বাংলাদেশ

ছবি : স্পোর্টসমেইল২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অক্টোবরের প্রথম সপ্তাহেই ওমানের পথে পা বাড়াবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলতে হলে বাংলাদেশকে পার করতে হবে প্রাথমিক পর্বের বাঁধা। প্রাথমিক পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচ ওমানে অনুষ্ঠিত হবে। বাছাইপর্ব খেলার আগে ওমানে অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ। যেখানে মাত্র ২৪ ঘণ্টার কোয়ারেন্টাইন শেষেই মাঠে নামতে পারবে টাইগাররা। তবে বিশ্বকাপের আগে সবদলকে ছয়দিনের কোয়ারেন্টাইন পালন করতে হবে।

ধারণা করা হচ্ছে চলতি বছরের ৩ অক্টোবর টিম টাইগার্স ওমানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। বিশ্বকাপের আগে নিজেদের খরচে সেখানে অনুশীলন ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ওমানে অনুশীলন ক্যাম্পের আগে কতদিনের কোয়ারেন্টাইন পালন করবে তা নিয়ে এতদিন সংশয় ছিল। কোয়ারেন্টাইনের বিষয়ে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) গণমাধ্যমের সাথে কথা বলেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

এ বিষয়ে তিনি বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্য আছে, ‘এখান থেকে করোনা নেগেটিভ টেস্ট রিপোর্ট নিয়ে যেতে হবে, সবাইকে ভ্যাকসিন নিতে হবে। এরপর ওখানে আমরা যতটুকু জানি ২৪ ঘন্টার একটা কোয়ারেন্টাইনের কথা বলা আছে।’

একই সাথে দেবাশীষ চৌধুরি আরও জানিয়েছেন, বিশ্বকাপের বায়োবাবলে ঢোকার আগে সবগুলো দলকে ৬ দিনের কোয়ারেন্টাইন পালন করতে হবে। তবে জৈব সুরক্ষা বলয় থেকে সরাসরি আইসিসির বলয়ে ঢুকবে তাদেরকে কোয়ারেন্টাইন মওকুফ হতে পারে বলে মনে হয়।

তবে এ বিষয়ে এখনও কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক। বলেন, ‘আইসিসির নিয়ম অনুযায়ী ছয়দিনের কোয়ারেন্টাইন পালন করতে হবে। যে দল বাবল টু বাবল ট্রান্সফার হবে তাদের জন্য ছয়দিনের কোয়ারেন্টাইনের প্রয়োজন নেই। তবে এখনও পূর্নাঙ্গ নির্দেশনা আমরা পাই নাই। পূর্নাঙ্গ নির্দেশনা পেলে আমরা জানতে পারবো।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পুনর্বাসন প্রক্রিয়ায় দেশের বাইরে যাচ্ছেন হাসান মাহমুদ

পুনর্বাসন প্রক্রিয়ায় দেশের বাইরে যাচ্ছেন হাসান মাহমুদ

নেপালে খেলার পর তামিমকে নিয়ে সিদ্ধান্ত : দেবাশীষ

নেপালে খেলার পর তামিমকে নিয়ে সিদ্ধান্ত : দেবাশীষ

দুর্নীতির অভিযোগে আইসিসির কাঠগড়ায় স্যামুয়েলস

দুর্নীতির অভিযোগে আইসিসির কাঠগড়ায় স্যামুয়েলস

বিসিবির নির্বাচনের তফসিল ঘোষণা

বিসিবির নির্বাচনের তফসিল ঘোষণা