আইপিএল খেলতে এসে বিশ্বকাপ হারালেন স্টয়নিস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৬ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২১
আইপিএল খেলতে এসে বিশ্বকাপ হারালেন স্টয়নিস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নেমেছিলেন অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। এ ম্যাচে নিজের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে চোট পান তিনি। এতে শুধু আইপিল নয় তার বিশ্বকাপে খেলা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। দলের মূল অলরাউন্ডারের ইনজুরির নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়াও বেশ চিন্তিত।

টসে হেরে ফিল্ডিংয়ে নামে দিল্লি। ইনিংসে সপ্তম ওভারে ম্যাচের প্রথমবারের মতো বোলিংয়ে আসেন তিনি। শুরুটাও বেশ ভালো ছিল। প্রথম ওভারে মাত্র ছয় রান দিয়েছিলেন তিনি। এরপর নিজের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসেই হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন তিনি। ওই ওভারের বাকি পাঁচ বল করেন স্পিনার রবীচন্দ্রন অশ্বিন।

দীর্ঘদিন বায়ো বাবলে থাকার কারণে অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ সফরের দল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি। দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেই নিজের সেরাটা দিতে প্রস্তুত হচ্ছিলেন।

আইপিএলে দিল্লি দলে নিয়মিত সুযোগ পাওয়ায় এখান থেকেই বিশ্বকাপের জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করতে চেয়েছিলেন। তবে এ আইপিএলই তার জন্য কাল হলো। আইপিএল খেলতে এসে বিশ্বকাপে খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

দিল্লি ক্যাপিটালস এবং হায়দরাবাদের ম্যাচটি অস্ট্রেলিয়ানদের হতাশার ছিল। দিল্লির প্রথম একাদশে ছিলেন না স্টিভ স্মিথ। স্টয়নিস চোটে পড়ার পর তার বদলি হিসেবে ফিল্ডিং করেছেন এ অজি ব্যাটসম্যান। এছাড়াও হায়দরাবাদের হয়ে ওপেনিংয়ে নেমে শূন্য রানেই প্যাভিলিয়নে ফিরেছিলেন ডেভিড ওয়ার্নার।

বিশ্বকাপের আগে স্টয়নিস ফিট না হলে বিশ্বকাপ দলে সুযোগ পেতে পারেন আরেক অলরাউন্ডার ড্যান ক্রিস্টিয়ান। অজিদের হয়ে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের সিরিজের দলে ছিলেন এ ব্যাটসম্যান। তিনি অজিদের বিশ্বকাপ স্কোয়াডে স্ট্যান্ডবাই হিসেবে আছেন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আবুধাবি আইপিএলেও করোনার হানা, হায়দরাবাদের সাতজন আইসোলেশনে

আবুধাবি আইপিএলেও করোনার হানা, হায়দরাবাদের সাতজন আইসোলেশনে

শ্বাসরুদ্ধকর জয়ের ম্যাচে মোস্তাফিজের অধিনায়ককে জরিমানা

শ্বাসরুদ্ধকর জয়ের ম্যাচে মোস্তাফিজের অধিনায়ককে জরিমানা

ওয়ানডে বিশ্বকাপ আয়োজনেও আবেদন করেছে বাংলাদেশ

ওয়ানডে বিশ্বকাপ আয়োজনেও আবেদন করেছে বাংলাদেশ

দুর্নীতির অভিযোগে আইসিসির কাঠগড়ায় স্যামুয়েলস

দুর্নীতির অভিযোগে আইসিসির কাঠগড়ায় স্যামুয়েলস