আইসিসির নিয়ম অনুযায়ী ওয়ানডে বিশ্বকাপ আয়োজনে স্বাগতিক দেশের অন্তত ১০টি এবং টি-টোয়েন্টিতে ৮টি ভেন্যু থাকতে হবে। বাংলাদেশে ভেন্যু থাকলেও প্রস্তুত না থাকায় দু’টি টুর্নামেন্টিই এককভাবে আয়োজন করতে পারছে না। তবে এককভাবে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে পারবে বাংলাদেশ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১২তম সভা শেষে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সভাপতি নাজমুল হাসান পাপন জানান, সবগুলো টুর্নামেন্ট আয়োজনেই আবেদন করেছে বাংলাদেশ। তবে চ্যাম্পিয়নস ট্রফি এককভাবে আয়োজন করতে চাইলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে যৌথভাবে আবেদন করেছে বাংলাদেশ।
নাজমুল হাসান পাপন বলেন, ‘আমরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এককভাবে আবেদন করেছি। কারণ, এ ইভেন্ট করার জন্য যে কয়টা স্টেডিয়াম দরকার সেটা আমাদের আছে। আর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমরা শ্রীলঙ্কার সঙ্গে যুগ্মভাবে আবেদন করেছি। ওই বিশ্বকাপের জন্য যে পরিমাণ স্টেডিয়াম দরকার সেটা আমাদের নেই, দুটো দেশ মিলে করা যায়।’
চ্যাম্পিয়নস ট্রফি ও টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে বাংলাদেশ আবেদন করবে এটি আগেও জানিয়েছিলন বিসিবি সভাপতি। তবে ভেন্যু সমস্যায় ওয়ানডে বিশ্বকাপ নিয়ে শঙ্কা ছিল। বিসিবি সভাপতি জানালেন যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজনেও আবেদন করেছে বাংলাদেশ।
তিনি বলেন, ‘ওয়ানডে বিশ্বকাপের জন্য আমরা তিনটা দেশ- বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান মিলে আবেদন করেছি। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো- সরকারি বিভিন্ন মন্ত্রণালয় থেকে অনুমতি বা গ্যারেন্টির দরকার ছিল।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বতর্মান সরকারের প্রশংসা করে বিসিবি সভপতি বলেন, ‘আমরা আনন্দের সঙ্গে শেয়ার করছি যে, আমরা এ সংক্রান্ত অনুমতি নেওয়ার যে পত্র দরকার হয়, সেটার প্রথম পত্রটাই পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে। ওনার নিজের সই করা- যে এখানে যদি কোন টুর্নামেন্ট হয় তো সমস্ত দায়িত্ব নিচ্ছে বাংলাদেশ সরকার। এখানে অনেক দেশে কিন্তু এ ব্যাপারে সমস্যা হচ্ছে।’
বাংলাদেশ সর্বশেষ ২০১৪ সালে এককভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছিল বাংলাদেশ। এর আগে ২০১১ সালে চার দেশ মিলে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপের স্বাগতিক ছিল বাংলাদেশ। এছাড়া যুবদের বিশ্বকাপ আয়োজনের অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]