‘আমি মারা যাওয়ার আগে কেউ সভাপতি হতে চাইবে না’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৫ এএম, ২২ সেপ্টেম্বর ২০২১
‘আমি মারা যাওয়ার আগে কেউ সভাপতি হতে চাইবে না’

ছবি : স্পোর্টসমেইল২৪

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে নাজমুল হাসান পাপনের দ্বিতীয় মেয়াদ শেষ হচ্ছে চলতি সেপ্টেম্বরেই। এখন তোড়জোড় শুরু হয়েছে নির্বাচনের। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ১২তম বোর্ড সভায় বিসিবি নির্বাচনের কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রাও শুরু হয়ে গেছে।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে বোর্ড সভা শেষে কথা বলেন বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানান, নির্বাচনে কোন প্যানেল থাকছে না। সকলের জন্য উন্মুক্ত অংশগ্রহণে নির্বাচন করার ঘোষণা দেন তিনি। ফলে যে কেউ চাইলেই বিসিবি সভাপতি পদে দাঁড়াতে পারবেন।

বিসিবি সভাপতি আরও জানান, তার চাওয়া নতুন কেউ সভাপতি হোক। নতুন কেউ এ দায়িত্ব সামলানোর চ্যালেঞ্জ গ্রহণ করুক। তবে নাজমুল হাসানের ধারণা, তিনি বেঁচে থাকা পর্যন্ত কেউ বিসিবি সভাপতি হতে চাইবেন না। যেটা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

বিসিবির ১২তম বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জাববে পাপন বলেন, ‘আমার একটা জিনিস মনে হচ্ছে যে, আমি মারা যাওয়ার আগ পর্যন্ত আর কেউ এ পদটা (বিসিবি সভাপতি) নিতে চাইবে না। এটা ভুল জিনিস, এটা হবে; তা আমি বিশ্বাস করি না। আমি চাই বোর্ডে যেই আসুক, তাদের চ্যালেঞ্জ জানানো উচিত যে, আমি বোর্ড সভাপতি হতে চাই। অন্তত বলুক।’

তিনি আরও বলেন, ‘এখন তো কেউ বলেও না। এটা ভালো নিদর্শন নয়। কারও জন্য কিছু আটকে থাকে না। আমাদের একটা পাইপলাইন থাকা উচিত, যেখানে নতুনরা দায়িত্ব নেবে। এটার জন্য আমি চাই লিডারশিপ গ্রো করুক। বাংলাদেশে লিডারশিপের অভাব নেই। কোনো কারণে কেউ আসতে চাই না।’

বিসিবি সভাপতি বলেন, ‘পরিচালক হতে কিন্তু সবাই চায়। এমন কেউ নেই যে পরিচালক হতে চায় না। কিন্তু সভাপতির পদের কথা বললে আর কেউ নাম বলে না। কেন বলে না আমি জানি না, আমি এটা উন্মুক্ত রাখতে চাই। আমি চেষ্টা করব, আমি চাইব যে নতুন কেউ আসুক। আমি বলছি না যে, সফল হব, তবে আমি চেষ্টা করব।’

সরকারের মনোনয়নে ২০১২ সালের অক্টোবরে বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণ করেন নাজমুল হাসান পাপন। এরপর ২০১৩ সালের অক্টোবরের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। সর্বশেষ ২০১৭ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে বোর্ড সভাপতির চেয়ারে বসেন নাজমুল হাসান পাপন।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিসিবি সভাপতি পদে নতুন মুখ চান পাপন

বিসিবি সভাপতি পদে নতুন মুখ চান পাপন

বিসিবির নির্বাচনে কোন প্যানেল থাকছে না

বিসিবির নির্বাচনে কোন প্যানেল থাকছে না

অধিনায়ক থাকলে শিরোপা জয়ের ঘোষণা দিয়ে বিশ্বকাপে যাবেন তামিম

অধিনায়ক থাকলে শিরোপা জয়ের ঘোষণা দিয়ে বিশ্বকাপে যাবেন তামিম

নারী বিশ্বকাপের বাছাইয়ে বাংলাদেশ দলে নতুন দুই মুখ

নারী বিশ্বকাপের বাছাইয়ে বাংলাদেশ দলে নতুন দুই মুখ