২০১২ সালে সরকারের মনোনয়ন পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নেন নাজমুল হাসান পাপন। এরপর থেকে টানা দুই মেয়াদে বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তবে এবার নতুন কাউকে সভাপতি হিসেবে দেখতে চান পাপন।
টানা দুই মেয়াদে বিসিবির সভাপতির দায়িত্বে আছেন নাজমুল হাসান পাপন। এ পদে এবার নতুন কাউকে দেখতে চান তিনি। জানান, নতুন কেউ এসে সভাপতি হওয়ার চ্যালেঞ্জ নিলে খুশি হবেন। এছাড়া সভাপতি হিসেবে নতুন কেউ এলে তাকে পূর্ণ সমর্থন দেবেন তিনি।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিসিবির বোর্ড সভা শেষে এসব কথা বলেন নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘সভাপতি পদের কথা বললে কেউ আসতে চায় না। কেন আসতে চায় না, তা আমি জানি না। আমি বলছি না আমি সফল হবো। তবে চাইবো নতুন কেউ আসুক। নতুন কেউ আসলে খুশি হবো। আমি তাকে পুরোপুরি সমর্থন দিব, কোনো অসুবিধা নেই।’
নির্বাচনে হেরে গেলেও কোনো সমস্যা দেখছেন না নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘আমরা যদি হেরে যাই নতুন যারা আসবে তাদেরকে সমর্থন দিব। আমাকে যা বলবে আমি তা করবো। কিন্তু এ রকম যা চলছে তা ঠিক না। কারও ইচ্ছা নাই এটা ঠিক মনে হয় না।’
বিসিবিতে থাকা সবাই পরিচালক হতে চাইলেও কেউ সভাপতি হতে চান না। দায়িত্ব নিতে পারে এমন কাউকে পাইপলাইনে চান নাজমুল হাসান। পাপনের চাওয়া নতুন কেউ এসে সভাপতি হওয়ার আগ্রহের কথা বলুক।
পাপন বলেন, ‘আমি যদি এখানে থাকি তাহলে আমি মারা যাওয়ার আগ পর্যন্ত কেউ এ পদটা নিতে চাইবে না বলে মনে হচ্ছে। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি না। আমি চাই যারাই বোর্ডে আসুক, তারা সভাপতি হওয়ার চ্যালেঞ্জ নিক। এখন কেউ বলে না। অন্তত কেউ এসে এটা বলুক।’
তিনি আরও বলেন, ‘কারও জন্য কোনো কিছু আটকে থাকে না। আমাদের একটা পাইপলাইন থাকা উচিত। যারা ভবিষ্যতে নতুন দায়িত্ব নিবে। বাংলাদেশে লিডারশিপের অভাব নেই। সবাই পরিচালক হতে চায়। এমন কেউ নাই যে পরিচালক হতে চায় না।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]