সভাপতির পর আফগান ক্রিকেটের প্রধান নির্বাহীকেও সরালো তালেবান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৫ এএম, ২২ সেপ্টেম্বর ২০২১
সভাপতির পর আফগান ক্রিকেটের প্রধান নির্বাহীকেও সরালো তালেবান

হঠাৎই দায়িত্ব হারালেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারি। তার স্থলাভিষিক্ত হয়েছেন নাসিবুল্লাহ হাক্কানি। চাকরিচ্যুত হওয়ার বিষয়টি হামিদ শিনওয়ারি নিজেই নিশ্চিত করেছেন।

সোমবার (২০ সেপ্টেম্বর) হামিদ শিনওয়ারিকে পদচ্যুত করা হয়। সোমবার এসিবির অফিসে হঠাৎই আসে তালেবানের সহযোগী হাক্কানি নেটওয়ার্কের সদস্যরা। তাদের দাবির মুখেই নতুন প্রধান নির্বাহী নিয়োগ দেওয়া হয়।

মঙ্গলবার ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বিষয়টি জানান হামিদ শিনওয়ারি। তিনি বলেন, ‘আমাকে পদচ্যুত করা হয়েছে।’

সোমবার এসিবি অফিসে হাক্কানি নেটওয়ার্কের নেতাদের আসার বিষয়ে হামিদ শিনওয়ারি বলেন, ‘আনাস হাক্কানি অফিসে এসে আমাকে জানায় আমি আর এসিবির প্রধান নির্বাহী থাকছি না। আমার জায়গায় বসবেন নাসিবুল্লাহ হাক্কানি।’

চলতি বছরের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এরপর থেকেই আফগানিস্তান ক্রিকেটের একমাত্র প্রতিনিধি হিসেবে সংবাদমাধ্যমের সাথে কথা বলতেন হামিদ শিনওয়ারি।

প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারি আগে পদচ্যুত হয়েছিলেন এসিবির সাবেক সভাপতি ফারহান ইউসুফজাইকে সরিয়ে আজিজুল্লাহ ফাজলিকে দায়িত্ব দেওয়া হয়। এছাড়াও জাতীয় দলের অধিনায়ক হিসেবে পদত্যাগ করেছিলেন লেগ স্পিনার রশিদ খান।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আফগানিস্তানে আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করলো তালেবান

আফগানিস্তানে আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করলো তালেবান

ছেলেদের খেলার অনুমতি দিলেও মেয়েদের ব্যাপারে চুপ তালেবান

ছেলেদের খেলার অনুমতি দিলেও মেয়েদের ব্যাপারে চুপ তালেবান

আফগান নেতৃত্বে ফিরলেন মোহাম্মদ নবি

আফগান নেতৃত্বে ফিরলেন মোহাম্মদ নবি

বিশ্বকাপে আফগানদের খেলতে দিতে চান না পেইন

বিশ্বকাপে আফগানদের খেলতে দিতে চান না পেইন