যে কারণে আফগানিস্তানে আইপিএল নিষিদ্ধ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৫ এএম, ২২ সেপ্টেম্বর ২০২১
যে কারণে আফগানিস্তানে আইপিএল নিষিদ্ধ

তালেবানরা ক্ষমতা দখলের পর থেকেই একের পর এক নিষেধাজ্ঞার জালে বন্দি হয়েছেন আফগানিস্তানের জনগণ। এবার সে তালিকায় যুক্ত হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আফগানিস্তানে সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে আইপিএলের এবারের আসর। ইসলাম বিরোধী কার্যক্রমেরর জন্য আইপিএল নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে তারা।

মূলত আইপিএলে নারীদের সংশ্লিষ্টতার কারণে এ টুর্নামেন্ট নিষিদ্ধ করা হয়েছে। চিয়ার লিডার্সদের নাচ এবং খোলা চুলে নারীদের উপস্থিতিত কারনে এমন সিদ্দান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সাবেক মিডিয়া ম্যানেজার ইব্রাহিম মোমান্দ।

আইপিএলের চলাকালীন মাঠে দর্শকদের প্রবেশে অনুমতি দিয়েছে দ্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। গ্যালারিতে নারীদের উপস্থিতিতে বেশ লক্ষ্যনীয়। এছাড়াও নারীরা সেখানে খোলা চুলেও থাকে। যা কিনা তালেবানদের মতে ইসলাম বিরোধী।

sportsmail24

এর বাইরে মাঠে ছোট পোষাকে চিয়ার লিডার্সদের নাচও দেখা যায়। এ কারণেই মূলত আফগানিস্তানে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে।

এবারের আইপিএলে খেলবেন তিন আফগান ক্রিকেটার। আইপিএল নিষিদ্ধ হওয়ায় রশিদ খান, মোহাম্মদ নবী এবং মুজিব উর রহমানদের খেলা দেখতে পারবেন না দেশটির জনগণ।

এর আগে নারীদের ক্রিকেটসহ অন্যান্য খেলার প্রতিও নিষেধাজ্ঞা জারি করেছিল তালেবানরা। একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে আফগানিস্তানের জনগণকে দমিয়ে রাখার চেষ্টা করছে তালেবান সরকার।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আফগানিস্তানে আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করলো তালেবান

আফগানিস্তানে আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করলো তালেবান

সাকিব বিহীন কলকাতার দুর্দান্ত জয়

সাকিব বিহীন কলকাতার দুর্দান্ত জয়

সাকিবদের বিশেষ বার্তা দিলেন শাহরুখ খান

সাকিবদের বিশেষ বার্তা দিলেন শাহরুখ খান

মুম্বাইয়ের বিপক্ষে খেলা ফাইনালের সমান : ব্রাভো

মুম্বাইয়ের বিপক্ষে খেলা ফাইনালের সমান : ব্রাভো