বোমা হামলার হুমকির পরও ইংল্যান্ডে খেলছে নিউজিল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৫ এএম, ২২ সেপ্টেম্বর ২০২১
বোমা হামলার হুমকির পরও ইংল্যান্ডে খেলছে নিউজিল্যান্ড

বেশ কিছুদিন ধরেই ক্রিকেট বিশ্বের আলোচিত খবর নিউজিল্যান্ড ক্রিকেট দলের পাকিস্তান সফর বাতিল। নিরাপত্তা হুমকির কথা বিবেচনা করে সিরিজ শুরুর ঠিক আগে পুরো সফর বাতিল করে দেশে ফিরেছে তারা। একই সময়ে ইংল্যান্ডে খেলছে নিউজিল্যান্ডের নারী ক্রিকেট দল। তাদের উপর বোমা হামলার হুমকি এলেও সিরিজ শেষ করেই দেশে ফিরবে বলে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

ইংল্যান্ড সফররত নিউজিল্যান্ড নারী দলের এক সদস্যকে জানানো হয়েছে লিস্টারে তাদের টিম হোটেলে বোমা হামলা করা হবে। তবে এ হুমকির পরও নিউজিল্যান্ড নারী দলের ইংল্যান্ড সফর বাতিল করেনি এনজেডসি।

সিরিজ বাতিল নয়, বরং মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) নির্ধারিত সময়েই মাঠে গড়াবে সিরিজের তৃতীয় ওয়ানডে। এছাড়াও বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) এবং শনিবার (২৬ সেপ্টেম্বর) নির্ধারিত সময়েই মাঠে গড়াবে সিরিজের শেষ দুই ওয়ানডে।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, শুধু টিম হোটেল না, দেশে ফেরার পথে বিমানেও বোমা রাখার হুমকি দিয়েছে। তবে এ বিষয়ে চিন্তিত নয় কিউই ক্রিকেট বোর্ড। বরং এ হুমকিকে ‘অবিশ্বাসযোগ্য’ বলে উল্লেখ করেছে তারা।

বোমা হামলার হুমকির পর নিউজিল্যান্ড নারী দলকে হোটেলে লকডাউন করে রাখা হয়। এরপর কয়েক ঘণ্টা ধরে হোটেল এবং চারপাশের এলাকায় তল্লাশি চালানো হয়।

বোমা হামলার হুমকির বিষয়ে নিউজিল্যান্ড ক্রিকেটের মুখপাত্র বলেন, ‘নিউজিল্যান্ড দলকে হুমকি দেওয়া একটি ইমেইল পেয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এখানে নারী দলের কথা উল্লেখ ছিল না। তবুও বিষয়টিকে গুরুত্বসহকারে দেখা হচ্ছে। বিষয়টি বিশ্বাসযোগ্য মনে হয়নি।’

বোমা হামলার হুমকির বিষয়টি বিশ্বাসযোগ্য না হলেও দলের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। বলেন, ‘আমাদের নারী দল লিস্টারে আছে। ভ্রমণজনিত কারণে আজকে তাদের অনুশীলন ছিল না। অনুশীলন বাতিল করার খবরটি মিথ্যা। এ বিষয়ে নিউজিল্যান্ড ক্রিকেট আর কোনো মন্তব্য করবে না।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আফগানিস্তানে আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করলো তালেবান

আফগানিস্তানে আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করলো তালেবান

নারী বিশ্বকাপের বাছাইয়ে বাংলাদেশ দলে নতুন দুই মুখ

নারী বিশ্বকাপের বাছাইয়ে বাংলাদেশ দলে নতুন দুই মুখ

কোহলি টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ায় অবাক লারা

কোহলি টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ায় অবাক লারা

অধিনায়ক থাকলে শিরোপা জয়ের ঘোষণা দিয়ে বিশ্বকাপে যাবেন তামিম

অধিনায়ক থাকলে শিরোপা জয়ের ঘোষণা দিয়ে বিশ্বকাপে যাবেন তামিম