নিরাপত্তার ইস্যুতে নিউজিল্যান্ড ক্রিকেট দল পাকিস্তান সিরিজ স্থগিত করার পর থেকেই শঙ্কা জেগেছিল। অবশেষে সেই শঙ্কাই সত্যি হলো। পাকিস্তান সফর স্থগিত করলো ইংল্যান্ড ক্রিকেট দল। বিশ্বকাপের আগে অক্টোবরে পাকিস্তান সফরের কথা ছিল ইংলিশদের।
সোমবার (২০ সেপ্টেম্বর) রাতে (বাংলাদেশ সময়) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ইংলিশ ক্রিকেট বোর্ড (ইসিবি) এ তথ্য নিশ্চিত করেছে। বিশ্বকাপের আগে ১৩ ও ১৪ অক্টোবর দুটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান সফরের সূচি ছিল ইংল্যান্ড ক্রিকেট দলের।
এছাড়া, পুরুষ দলের সিরিজ শেষে পাকিস্তান নারী দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ (১৭, ১৯ ও ২১ অক্টোবর) খেলতে দেশটি ইংল্যান্ড নারী দলের যাওয়া সূচি ছিল। তবে বিজ্ঞপ্তিতে দুটি সফরই বাতিল করেছে ইসিবি। বিজ্ঞপ্তিতে তারা বলে, ‘বোর্ডের অনিচ্ছা সত্ত্বেও সফর দুটি প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
মূলত নিউজিল্যন্ড ক্রিকেট দল যে শঙ্কা তৈরি করে গেছে সে কারণেই পিছু হঠলো ইংল্যান্ড ক্রিকেট দল। সফর বাতিল করার কারণ হিসেবে তারা বলে, ‘ওই অঞ্চলে (পাকিস্তান) সফরের নিরাপত্তা নিয়ে উদ্ভূত শঙ্কা রয়েছে।’ এছাড়া, ‘অনেক দিন ধরে কোভিড পরিস্থিতিতে থাকা দলকে আরও চাপে ফেলতে চায় না’ বলেও উল্লেখ করা হয়েছে।
সফর বাতিল করে নিউজিল্যান্ডের ন্যায় ইসিবি-ও দুঃখও প্রকাশ করেছে। তারা বলে, ‘আমরা বুঝতে পারছি -এ সিদ্ধান্ত পিসিবিকে হতাশ করবে। দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে তারা নিরলসভাবে কাজ করছে। গত দুটি গ্রীষ্মে ইংলিশ ক্রিকেটকে তারা অনেক সাহায্য করেছে, যেটা বন্ধুত্বের পরিচায়ক। পাকিস্তান ক্রিকেটে এর যে প্রভাব পড়বে, সে জন্য আমরা সত্যি’ই দুঃখিত।’
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]