স্মিথ-ওয়ার্নারদের কেলেঙ্কারিতে পুরুষ দলের চরম দুঃসময়ে অস্ট্রেলিয়ার সমর্থকদের মুখে হাসি ফোটালেন নারী ক্রিকেটাররা। অধিনায়ক মেগ ল্যানিংয়ের আগ্রাসী ব্যাটিং ও মেগান শুটের বিধ্বংসী বোলিংয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়ার মেয়েরা। ফাইনালে মেয়েদের টি-টোয়েন্টিতে নজির গড়ে ইংল্যান্ডকে ৫৭ রানে হারিয়েছে তারা।
শনিবার ভারতরে মুম্বাইয়ে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৪ উইকেপ হারিয়ে ২০৯ তোলে। ল্যানিংয়ের ঝোড়ো ইনিংসে ৮৮ রান ও এলিজে ভিলানির ৫১ রানের ইনিংস খেলেন। ২৬ বছর বয়সি ল্যানিং ৪৫ বলে ১৬টি বাউন্ডারি ও একটি ছয় মেরে ৮৮ রান করেন। এছাড়া ২৮ বছরের ভিলানি ৩০ বলে হাফ সেঞ্চুরি করেন ৮ চার হাঁকিয়ে।
খেলায় ৬৬ রানে তিন উইকেট পড়ে যাওয়ার পরে এই দুই মিডল অর্ডার ব্যাটসম্যানের তৎপরতায় অস্ট্রেলিয়া এ বিশাল রান তোলে। যা মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেটেতে সর্বোচ্চ রানের ইনিংস।
২১০ রানের জবাবে ভালো করতে পারেনি ইংল্যান্ড। নাতালি স্কাইভার হাফ সেঞ্চুরি করলেও সতীর্থরা ভালো রান পাননি। অস্ট্রেলিয়ার পেস বোলার অলরাউন্ডার মেগান শুট ১৪ রানে তিন উইকেট নিয়ে ইংরেজ মিডল অর্ডারে ধস নামান। ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৫২ তুলতে সক্ষম হয় ইংল্যান্ড। ফলে ৫৭ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়ার মেয়েরা, একই ভারত ও ইংল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া।