ছোটবেলা থেকেই সাকিব-তামিম-রিয়াদদের সাথে খেলার স্বপ্ন ছিল শামীম হোসেন পাটোয়ারীর। সেই স্বপ্ন ইতিমধ্যে পূরণ হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেই টানা তিন সিরিজ জয়ের স্বাদ পেয়েছেন তিনি। এছাড়া অভিষেকের পর প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল স্কোয়াডেও জায়গা পেয়েছেন চাঁদপুরের এ তরুণ ক্রিকেটার। সবকিছু এত দ্রুত হয়ে যাওয়া নিজেকে খুব ভাগ্যবান মনে করছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের এ সদস্য।
অনূর্ধ্ব-১৯ দলে চমক দেখিয়ে জাতীয় দলে সুযোগ পেয়েছেন শামীম পাটোয়ারী। শুধু অনূর্ধ্ব-১৯ দল নয়, বাংলাদেশ ইমার্জিং দল এবং ঢাকা প্রিমিয়ার লিগেও নিজের পারফর্মেন্সের প্রমাণ দিয়েই জাতীয় দলে জায়গা করে নিয়েছেন এ তরুণ ক্রিকেটার।
প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে বড়দের বিশ্বকাপে খেলবেন শামীম। সেখানে নিজের লক্ষ্য নিয়ে কথা বলেছেন শামীম শামীম পাটোয়ারী। আরব-আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাক পাওয়া এ তরুণ ক্রিকেটার সোমবার (২০ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন।
তিনি বলেন, ‘আমি প্রথমবারের মতো বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছি। বিশ্বকাপে আমি এখনও ওভাবে লক্ষ্য ঠিক করিনি। দলের সাথে যাচ্ছি, এটাই আমার কাছে বড় কিছু। সিনিয়রদের কাছে অনেক কিছু শেখার আছে।’
বয়সভিত্তিক দলের থেকে আন্তর্জাতিক ক্রিকেটে এসে দুটির মধ্যে পার্থক্য বেশ ভালোভাবে বুঝতে পেরেছেন তিনি। শামীম বলেন, ‘ওইটাও (অনুর্ধ্ব-১৯) দেশের জন্য খেলছি এখানেও দেশের জন্য খেলতেছি। তবুও একটু ভিন্নতা তো থাকবেই। যেহেতু এটা জাতীয় দল আর ওইটা অনূর্ধ্ব-১৯ জাতীয় দল। এখানে একটু ভিন্নতা আসাটাই স্বাভাবিক।’
অনূর্ধ্ব-১৯ দল থেকে দ্রুতই জাতীয় দলে আসায় ড্রেসিং রুমে মানিয়ে নিতে সমস্যা হয়নি বলেও জানান শামীম। বলেন, ‘ছোটবেলায় স্বপ্ন ছিল সাকিব ভাইদের সাথে খেলবো। এখন আল্লাহ রহমতে ওনাদের সাথে খেলতেছি। অনেক ভালো লাগতেছে। ওনাদের সাথে এখন ফ্রিলি খেলতেছি। সিনিয়র খেলোয়াড়রা আমাদের মতো জুনিয়রদের অনেক সাপোর্ট করে।’
জাতীয় দলে এসে টানা তিনটি সিরিজ জয়ের স্বাদ পেয়েছেন। তার মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে একটি ম্যাচে তার ব্যাটেই জয়ে পেয়েছে বাংলাদেশ। অভিষেক হওয়ার পর প্রথমবারের মতো হতে যাওয়া বিশ্বকাপেও জায়গা পেয়েছেন তিনি। সবকিছু মিলে নিজেকে খুব ভাগ্যবান মনে করছেন শামীম পাটোয়ারী।
তিনি বলেন, ‘হ্যাঁ, নিজেকে অনেক ভাগ্যবান মনে করতেছি। টানা তিনটা সিরিজ জিতলাম। পাশাপাশি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেয়েছি।’
অন্য যেকোন টুর্নামেন্ট বা সিরিজের চেয়ে বিশ্বকাপ অনেক বড় মঞ্চ। সেখানে প্রত্যাশার চ্যালেঞ্জও থাকে বেশি। বিশ্বকাপ নিজেকে নিয়ে শামীম বলেন, ‘আসলে এটা অনেক বড় একটা মঞ্চ। এখানে অনেক বড় বড় খেলোয়াড়রা থাকবেন। আমি মনে করি, এটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ হবে।’
বড়দের বিশ্বকাপে প্রথমবারের মতো ডাক পেলেও শামীম পাটোয়ারী বিশ্বকাপ জয়ী দলের তারকা। ভারতকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। সেই জয় এবারও অনুপ্রেরণা দিবে বলে বিশ্বাস করেন তিনি। বলেন, ‘যেহেতু আমরা একটা বিশ্বকাপ জিতেছি। আমার ধারণা আমরা আরও বড় কিছু ডিজার্ভ করি।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]