ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টের পরই হাঁটুর ইনজুরিতে পড়েন রোহিত শর্মা। হাঁটুতে ব্যাথা থাকায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) স্থগিতকৃত অংশের প্রথম ম্যাচের চেন্নাইয়ের বিপক্ষে মাঠে নামেননি তিনি। তবে সুখবর হলো, আইপিএলে কলকাতার বিপক্ষে ম্যাচ দিয়েই মাঠে ফিরবেন রোহিত শর্মা।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে মুম্বাই। সাকিব আল হাসানদের বিপক্ষে ওই ম্যাচ দিয়েই মুম্বাইয়ের জার্সিতে ফিরবেন রোহিত শর্মা। চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচের পরই এমনটাই জানিয়েছেন কোচ মাহেলা জয়াবর্ধনে।
জয়াবর্ধনে বলেন, ‘রোহিত ব্যাটিংয়ের পাশাপাশি ভালোভাবে দৌড় শুরু করেছে। ইংল্যান্ড থেকে ফেরার পর আমাদের মনে হয়েছিল ওকে সময় দেওয়া দরকার। আগামী ম্যাচের মাঠে নামার জন্য ও ফিট আছে।’
এছাড়াও ফিট না থাকায় চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে নামেননি হার্দিক পান্ডিয়া। অনুশীলনে অস্বস্তিবোধ করায় তাকে নিয়ে বাড়তি ঝুঁকি নেওয়া হয়নি বলে জানিয়েছেন জয়াবর্ধনে। গুরুতর কোনো চোট নয় বলে জানিয়েছেন মুম্বাই কোচ।
রোহিতের মতো হার্দিক পান্ডিয়াকেও বিশ্রাম দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বলেন, ‘হার্দিক অনুশীলন করেছিল। সে সময় সে সামান্য অস্বস্তিবোধ করছিল। কী ঘটে সেটি দেখতে চেয়েছিলাম, তাই ওর ক্ষেত্রেও সতর্কতা হিসেবে আমরা অতিরিক্ত কয়েকদিন সময় দেব বলে ঠিক করি। তবে গুরুতর কিছুই হয়নি।’
চলমান আইপিএলে আট ম্যাচের সমান সংখ্য চারটি করে জয় এবং হারের দেখা পেয়েছে মুম্বাই। বর্তমানে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে দলটি। এবারের আসরেও শিরোপার অন্যতম দাবিদার মুম্বাই ইন্ডিয়ান্স।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]