ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের লড়াই বাড়তি উত্তেজনা তৈরি করে। এবারও তার ব্যতিক্রম হয়নি। দুই দলের লড়াই দিয়ে মাঠে গড়িয়েছে আইপিএলের ১৪তম আসরের স্থগিতকৃত অংশ।
আইপিএলের স্থগিতকৃত অংশে মুম্বাই ইন্ডিয়ান্সকে দারুণভাবে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। আগে ব্যাট করে ঋতুরাজ গায়কোয়াডের ব্যাটিং দৃঢ়তায় ৬ উইকেটে ১৫৬ তোলে চেন্নাই সুপার কিংস।
১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩৬ রানে আটকে যায় মুম্বাইয়ের ইনিংস। মুম্বাইয়ের তিনটি উইকেট শিকার করে চেন্নাইয়ের জয়ে অবদান রাখেন ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। এমন জয়ের পর ব্রাভো জানিয়েছেন, মুম্বাইয়ের বিপক্ষে খেলা প্রতিটি ম্যাচই ফাইনালের মতো।
ব্রাভো বলেন, ‘এটা দারুণ অনুভূতি। আইপিএলে মুম্বাইয়ের বিপক্ষে খেলা ফাইনালের মতো। ওদের বিপক্ষে জয় পাওয়া সবসময়ই দারুণ ব্যাপার। সিপিএলের শেষ পর্যায়ে নিজেকে নিয়ন্ত্রণ করে বল করছিলাম। এখানে আমি ৪ ওভার বল করতে আমি আনন্দিত।’
মুম্বাইয়ের বিপক্ষে ব্যাট করতে নেমে ৮ বলে তিনটি ছক্কার সাহায্যে ২৩ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন ব্রাভো। এ ব্যাটিংয়ের পর ম্যাচের মোমেন্টাম বুঝে দলের প্রয়োজন অনুযায়ী ব্যাটিং করার চেষ্টা করেন।
৩৭ বছর বয়সী এ অলরাউন্ডার বলেন, ‘সিএসকের ব্যাটিং লাইন আপে আমি লোয়ার অর্ডারে ব্যাটিং করি। মোমেন্টাম বুঝেই ব্যাট করি। এটাই আমার মানিয়ে নেওয়ার পুঁজি।’
দলীয় ২৪ রানের মাথায় ৪ উইকেট হারিয়ে বেশ বিপর্যয়ে পড়েছিল চেন্নাই। দলের দুঃসময়ে ৫৮ বলে ৮৮ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে লড়াই করার পুঁজি এনে দেন গায়কোয়াড।
গায়কোয়াডের ব্যাটিং নিয়ে ব্রাভো বলেন, ‘সর্বশেষ আসর থেকে সে আমাদের তারকা ক্রিকেটার। সে বেশ ভালো শট খেলে। খেলার জন্য প্রতি ওর অনেক ক্ষুধা আছে। ও ভালো করতে পারবে।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]