সর্বশেষ কয়েকবছর ধরেই ওয়ানডেতে বেশ ধারাবাহিক দল বাংলাদেশ। দ্বিপাক্ষিক সিরিজে নিয়মিতই বড় দলগুলোকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছে বাংলাদেশ। ক্রিকেটের বৈশ্বিক আসরেই নিজেদের সে ধারাবাহিকতা দেখিয়েছে। তবে এখনও আসেনি কোনো বড় সাফল্য। এর মাঝেও আশার কথা শুনিয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
আগামী ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামতে চান টাইগার দলপতি তামিম ইকবাল। আগের অধিনায়করা সর্বোচ্চ সেমিফাইনাল লক্ষ্য নির্ধারণ করলেও বিশ্বকাপে শিরোপা জয়ের ঘোষণা দিয়ে যেতে চান তামিম।
রোববার (১৯ সেপ্টেম্বর) রাতে ফেসবুক লাইভে এক অনুষ্ঠানে নিজের ক্যারিয়ার এবং জাতীয় দলের নিজের লক্ষ্য নিয়ে কথা বলেছেন টাইগার কাপ্তান তামিম ইকবাল।
আন্তর্জাতিক ক্রিকেটে ইতিমধ্যে ১৪-১৫ বছর সময় কাটিয়ে ফেলেছেন তামিম ইকবাল। তবে আরও পাঁচ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন বলে আশাবাদী তামিম। তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে এখনও আমার অনেক অনেক কিছু অর্জনের আছে। এখন আমার বয়স ৩২-৩৩, আরও বছর পাঁচেক বেশ ভালোভাবেই আছে আমার সামনে। ওয়ানডে দলকে নেতৃত্ব দিচ্ছি আমি।’
সিনিয়র ক্রিকেটাররা অনেকদিন ধরে খেললেও জাতীয় দলকে বড় কোনো অর্জন এনে দিতে পারেনি বলে আক্ষেপ করেছেন। তবে দেশকে বড় কোনো অর্জন এনে দিয়েই ক্রিকেটকে বিদায় জানাতে চান তামিম। বলেন, ‘যদি দেখেন, আমি, সাকিব, মুশফিক এবং অবশ্যই মাহমুদউল্লাহ আমরা অনেক বছর ধরে বাংলাদেশের হয়ে খেলছি। তবে এখনও আমরা বড় কিছু অর্জন করতে পারিনি আমাদের ক্রিকেটে। ম্যাচ জিতেছি, সিরিজ জিতেছি। কিন্তু আইসিসি ইভেন্টে বড় কিছু জিততে পারিনি।’
আগামী ২০২৩ সালে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে তাই নজর রাখছেন তামিম। তার মতে ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের জন্য বেশ ভালো সুযোগ আছে। এ বিষয়ে তামিম বলেন, ‘২০২৩ বিশ্বকাপকে আমি মনে করি, আমাদের জন্য দারুণ সুযোগ। আমরা আমাদের ক্যারিয়ারের প্রায় শেষ দিকে। তিন-চার-পাঁচ বছর আছে আমাদের।’
ক্যারিয়ারের শেষ করার আগে স্মরণীয় কিছু করতে চান তামিম। বলেন, ‘আমরা এমন কিছু করে ক্যারিয়ার শেষ করতে চাই যা বাংলাদেশ সবসময় মনে রাখবে। আমাদের চারজনের যে অভিজ্ঞতা, পাশাপাশি তরুণ যে ক্রিকেটাররা আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি, ২০২৩ বিশ্বকাপে আমাদের অবশ্যই সুযোগ আছে।’
স্মরণীয় কিছু করতে অধিনায়ক হিসেবে দলকে বিশ্বকাপের শিরোপা জেতাতে চান তামিম। সরাসরি এমনটাই বলেছেন তিনি। বলেন, ‘২০২৩ বিশ্বকাপে যদি আমিই দলকে নেতৃত্ব দেই। প্রতিটি বিশ্বকাপেই আমরা যখন গিয়েছি, বিভিন্ন অধিনায়করা বলেছেন যে আমরা ভালো করতে চাই বা সেমিফাইনাল খেলতে চাই কিংবা হারাতে চাই- এসব নানা কথা… কিন্তু আমি ২০২৩ পর্যন্ত নেতৃত্বে থাকলে এই ঘোষণা দিয়ে বিশ্বকাপে যে চাই যে, শিরোপা জিততে এসেছি। স্রেফ খেলতে বা লড়াই করতে নয়। আমি চাইব কাপ জিততে। এটাই আমার ভাবনায় আছে।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]