না খেলে পাকিস্তান ত্যাগ, ক্রিকেটারদের দোষরোপ না করার অনুরোধ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৭ এএম, ২০ সেপ্টেম্বর ২০২১
না খেলে পাকিস্তান ত্যাগ, ক্রিকেটারদের দোষরোপ না করার অনুরোধ

পাকিস্তানের মাটিতে সিরিজ খেলতে গিয়ে হুমকি পেয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এরপরই পাকিস্তান সফর বাতিল করে দেশের পথে রওয়ানা হয় ব্ল্যাকক্যাপসরা। কিউইদের এ রকম সিদ্ধান্তের পর ক্রিকেটারদের সমালোচনায় মুখর হয়েছেন সবাই। ক্রিকেটারদের দোষারোপ না করতে অনুরোধ করলেন কিউই পেসার মিচেল ম্যাকক্লেনাঘান। কারণ ক্রিকেটাররা নয়, সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড সরকার।

পাকিস্তান বিপক্ষে সফর বাতিল করার পর থেকেই পাক ক্রিকেটারদের পাশে দাঁড়াচ্ছেন বিভিন্ন দেশের ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ড্যারেন স্যামি এক ভিডিও বার্তায় পাকিস্তানকে ক্রিকেটের জন্য নিরাপদ বলছেন। তারই সতীর্থ ক্রিস গেইল একধাপ এগিয়ে। তিনি পাকিস্তানে গিয়ে ম্যাচ খেলার ঘোষণা দিয়ে রেখেছেন।

কিউইদের পাকিস্তান ছাড়ার দিনে খোঁটা দিয়ে টুইট করেন মোহাম্মদ হাফিজ। সেখানে তিনি কিউই ক্রিকেটারদের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন।

টুইটে মোহাম্মদ হাফিজ বলেন, ‘পাকিস্তানের নিরাপত্তাকর্মীদেরকে ধন্যবাদ, ব্লাকক্যাপসদের কোনো সমস্যা ছাড়াই বিমানবন্দরে পৌঁছে দিয়েছে। একই রুট এবং একই নিরাপত্তা আজকে কি তাদের জন্য কোনো হুমকি ছিল না?’

হাফিজের এ টুইটের জবাব দিয়েছেন নিউজিল্যান্ডের পেসার মিচেল ম্যাকক্লেনাঘান। সেখানে তিনি ক্রিকেটারদেরকে নয় বরং নিউজিল্যান্ড সরকারকে দোষারোপ করার আহবান জানিয়েছেন।

ম্যাকক্লেনাঘান তার টুইটে বলেন, ‘ক্রিকেটার বা বোর্ডকে অভিযোগ করার কিছু নেই। দোষ দেওয়া হলে সরকারকে দাও। ক্রিকেটাররা শুধু পরামর্শ গ্রহণ করেছে। তারা খেলতে চেয়েছিল। আসলে তাদের কিছু করার ছিল না।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

শুক্রবারই সবকিছু বদলে গিয়েছে : নিউজিল্যান্ডের প্রধান নির্বাহী

শুক্রবারই সবকিছু বদলে গিয়েছে : নিউজিল্যান্ডের প্রধান নির্বাহী

এবার পাকিস্তান সফর নিয়ে শঙ্কা প্রকাশ করেছে অস্ট্রেলিয়া

এবার পাকিস্তান সফর নিয়ে শঙ্কা প্রকাশ করেছে অস্ট্রেলিয়া

ক্ষোভকে শক্তিতে পরিণত করতে বললেন রমিজ রাজা

ক্ষোভকে শক্তিতে পরিণত করতে বললেন রমিজ রাজা

নিউজিল্যান্ডের সিরিজ বাতিলে ভারতের 'ষড়যন্ত্র' দেখছে পিসিবি কর্মকর্তা

নিউজিল্যান্ডের সিরিজ বাতিলে ভারতের 'ষড়যন্ত্র' দেখছে পিসিবি কর্মকর্তা