চোটের কারণে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের পরই ছিটকে গিয়েছিলেন স্টুয়ার্ট ব্রড। সেই ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন ব্রড। এবার অ্যাশেজ খেলতে অস্ট্রেলিয়া বিমান ধরতে মুখিয়ে আছেন বলে জানিয়েছেন তিনি।
করোনার কারণে যেকোনো সিরিজের জন্য প্রতিপক্ষের কোয়ারেন্টাইন নীতিমালা নিয়ে বেশ সোচ্চার ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সেই ধারাবাহিকতায় চলতি বছরের শেষের দিকে শুরু হতে যাওয়া অ্যাশেজেও থাকছে কঠিন নিয়ম।
অস্ট্রেলিয়া সরকার এবং সিএ চায় না, করোনার প্রকোপের মাঝে পরিবার নিয়ে ক্রিকেটাররা আসুক সেটা কেউই চাই না। তবে ইংলিশ ক্রিকেটাররা পরিবার নিয়ে যাওয়ার অনুমতি চান। শেষ পর্যন্ত এ সফরে কোনো জায়গায় এ বাঁধা থাকবে না।
অ্যাশেজের বিষয়ে ব্রড বলেন, ‘আপনি যদি জানতে চান আমি অস্ট্রেলিয়ার বিমান ধরতে পারলে খুশি হবো কিনা, তাহলে বলবো হ্যাঁ। আমি এটার জন্য কঠোর পরিশ্রম করছি। আমার মনে হয় না এ সফর স্থগিত হবে না। তবে এটা সত্য, ইংল্যান্ডের কিছু শর্ত এ সফরকে শঙ্কায় ফেলেছে।’
অস্ট্রেলিয়া থেকে নতুন কোনো তথ্য আসলে তা ক্রিকেটারদেরকে জানানো হয় বলে জানিয়েছেন ব্রড। তবে পরিবার নিয়ে যাওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি।
এছাড়াও একজন পেসারের জন্য কোয়ারেন্টাইনে থাকা বেশ কষ্টদায়ক ব্যাপার বলে জানিয়েছেন ব্রড। তিনি বলেন, টানা ১৪দিন বোলিং অনুশীলন না করা আন্তর্জাতিক ক্রিকেটের বিরল ঘটনা। এ সময়ে ক্রিকেটারদের সীমিত পরিসরে অনুশীলনের সুযোগ দেওয়া হয়, তা পর্যাপ্ত নয়।
কোয়ারেন্টাইনের সময় ক্রিকেটারদেরকে দুই-তিন ঘন্টা সময় অনুশীলনের সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন তিনি। এ বিষয়ে ব্রড বলেন, ‘আমাদের এমন পরিস্থিতিতে থাকতে যেখানে দুই-তিন ঘন্টা অনুশীলনের সুযোগ দেওয়া উচিত। আন্তর্জাতিক ক্রিকেটে দুই সপ্তাহ বোলিং ছাড়া থাকা বেশ কঠিন।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]