নেপালে যাওয়ার আগে মাঠের অনুশীলনে তামিম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩৯ এএম, ২০ সেপ্টেম্বর ২০২১
নেপালে যাওয়ার আগে মাঠের অনুশীলনে তামিম

ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নেট বোলারদের নিয়ে ব্যাটিং অনুশীলনে ফিরেছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর থেকেই খেলা থেকে দূরে ছিলেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন ইনজুরির কারণে ৮-১০ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যান তামিম ইকবাল। এরপর থেকেই পূনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন তিনি। দীর্ঘদিনের বিরতির পর রোববার (১৯ সেপ্টেম্বর) নেট অনুশীলনে ফিরেছেন তিনি।

ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ মিস করেন করেন তিনি। টানা তিন সিরিজ মিস করায় টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ওয়ানডে কাপ্তান।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তার মাধ্যমে তামিম জানিয়েছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না তিনি। এরপরেই তাকে না রেখেই টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেললেও ক্রিকেট থেকে দূরে থাকছেন না তিনি। বিশ্বকাপের আগে নেপালের মাটিতে অনুষ্ঠিত হবে ফ্রাঞ্চাইজি লিগ এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল)। সেখানে খেলতে যাওয়ার জন্য বিসিবি থেকে অনাপত্তি পত্র নিয়েছেন তামিম।

চলতি বছরের ২৩ সেপ্টেম্বর এভারেস্ট প্রিমিয়ার লিগ খেলতে যাওয়ার কথা রয়েছে তার। সেখানে খেলতে যাওয়ার আগে নিজেকে শানিয়ে নিতেই মাঠে এসেছিলেন তামিম।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতের কোচ হওয়ার প্রস্তাবে জয়াবর্ধনের ‘না’

ভারতের কোচ হওয়ার প্রস্তাবে জয়াবর্ধনের ‘না’

অ্যাশেজেও থাকছেন না স্টোকস

অ্যাশেজেও থাকছেন না স্টোকস

কোচিং ছাড়ছেন রবি শাস্ত্রী, আলোচনায় কুম্বলে-লক্ষ্মণ

কোচিং ছাড়ছেন রবি শাস্ত্রী, আলোচনায় কুম্বলে-লক্ষ্মণ

ক্রিকেটকে বিদায় বললেন পেস বোলিং অলরাউন্ডার ট্রেগো

ক্রিকেটকে বিদায় বললেন পেস বোলিং অলরাউন্ডার ট্রেগো