সেই ১৯৯৮ সালে সর্বশেষ পাকিস্তান সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া। এরপর নিরাপত্তাজনিত কারণে আর কখনই পাকিস্তান সফর করেনি অজিরা। দীর্ঘ ২৩ বছরের বিরতি দিয়ে ২০২২ সালের ফেব্রুয়ারি-মার্চে অজিদের পাকিস্তান সফর করার কথা রয়েছে। তবে সে সফর নিয়ে শঙ্কা প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
দুইদিন আগে নিরাপত্তা শঙ্কা প্রকাশ করে পাকিস্তান ছেড়েছে নিউজিল্যান্ড। এরপর পাকিস্তানের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিল ইংল্যান্ড। এবার সে তালিকায় যোগ দিল অস্ট্রেলিয়া।
সিএ কর্মকর্তারা জানাচ্ছেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমাদের পর্যবেক্ষক দলের রিপোর্টের উপর ভিত্তি করেই সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
নিরাপত্তা ইস্যু দেখিয়ে আকস্মিকভাবে সিরিজ স্থগিত করে পাকিস্তান। যা নিয়ে পুরো বিশ্বজুড়েই তৈরি হয়েছে সমালোচনা। নিউজিল্যান্ড সফর বাতিলের ফলে চলতি বছরের অক্টোবরে অনুষ্ঠিতব্য ইংল্যান্ড সফর নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ বিষয়ে নিউজিল্যান্ড সরকার প্রধানের সাথে কথা বললেও সিরিজ চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসেননি তারা। ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের উপর হামলার পর থেকে সংযুক্ত আরব আমিরাতে নিজেদের হোম ম্যাচ খেলে আসছিল। তবে কয়েক বছর ধরেই আন্তর্জাতিক কিছু সিরিজে পাকিস্তানের মাটিতে আয়োজন করছিল পিসিবি।
কেবলই পিসিবির দায়িত্ব নিয়েছেন রমিজ রাজা। ক্রিকেট নিউজিল্যান্ডের এমন ব্যবহারে তাদেরকে আইসিসির কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে জানিয়েছেন তিনি
নিউজিল্যান্ড সিরিজের পর ঘরের মাঠে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ আয়োজিত না হলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে পাকিস্তান ক্রিকেট।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]