নিউজিল্যান্ড ইস্যুতে আইসিসির হস্তপেক্ষ চান ইনজামাম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৩ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২১
নিউজিল্যান্ড ইস্যুতে আইসিসির হস্তপেক্ষ চান ইনজামাম

নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সফর বাতিল করেছে নিউজিল্যান্ড। সফর বাতিল করার সময় তাদেরকে হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। তবে এ বিষয়ের নির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি তারা। এ ইস্যুতে আইসিসির হস্তক্ষেপ চেয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাওয়ালপিন্ডিতে প্রথম ওয়ানডে দিয়ে মাঠে গড়ানোর কথা ছিল পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজ। তবে প্রথম ওয়ানডের ঠিক আগ মুহূর্তে হুমকি পাওয়ার অভিযোগে সিরিজ স্থগিত করে এনজেডসি। কিউইদের এ রকম সিদ্ধান্ত অন্যান্য ক্রিকেটারদের মতোই ক্ষেপেছেন ইনজামাম।

ইনজামাম জানান, তাদের যদি কোনো অভিযোগ থাকতো তাহলে তা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) জানাতে পারে। পিসিবিকে না পারলে ইন্টারল্যান্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানাতে পারে।

এ বিষয়ে ইনজামাম বলেন, ‘আইসিসির এখানে হস্তক্ষেপ করা উচিত। নিউজিল্যান্ডের নিরাপত্তাজনিত কোনো অভিযোগ থাকলে তা তারা সামনে আনতে পারে। পিসিবিকে দেখাতে না পারলে আইসিসিকে জানাতে পারে। আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত তাদেরকে আশ্বাস দিয়েছিল।’

ইনজামাম আরও বলেন, ‘নিউজিল্যান্ড যদি তাদের সমস্যা নিয়ে পাকিস্তানের সাথে কথা বলতো, তাহলে নিরাপত্তা সংস্থাগুলো অবশ্যই ব্যাপারটা নিয়ে কথা বলতো। কিন্তু ম্যাচ শুরু আগ মুহূর্তে তারা বলেছে হুমকির কারণে তারা খেলতে পারবে না। অন্তত তারা তাদের সমস্যা জানাতে পারতো। আমি এটা মেনে নিতে পারছি না।’

ইনজামামের মতে কিউইরা পাকিস্তানের সাথে যা করেছে তা নজিরবিহীন। পাকিস্তানের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা পেয়েছিল নিউজিল্যান্ড দল। তার মতে কিউইদের নিরাপত্তা ঘাটতি হলে তারা পিসিবিকে জানাতে পারতো।

ইনমাজামাম, নিউজিল্যান্ড পাকিস্তানে যা করেছে তা আর কেউ কখনও করেনি। কোনো সমস্যা হলে তারা পিসিবিকে জানাতে পারতো। ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের উপর হামলার পর থেকে কোনো দল পাকিস্তান সফরে এলে তাদেরকে সফরকারী রাষ্ট্রপ্রধানের নিরাপত্তা দিয়ে থাকে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতের কোচ হওয়ার প্রস্তাবে জয়াবর্ধনের ‘না’

ভারতের কোচ হওয়ার প্রস্তাবে জয়াবর্ধনের ‘না’

বরখাস্ত হওয়ার দ্বারপ্রান্তে বার্সা কোচ কোম্যান

বরখাস্ত হওয়ার দ্বারপ্রান্তে বার্সা কোচ কোম্যান

নিউজিল্যান্ডের সিরিজ বাতিলে ভারতের 'ষড়যন্ত্র' দেখছে পিসিবি কর্মকর্তা

নিউজিল্যান্ডের সিরিজ বাতিলে ভারতের 'ষড়যন্ত্র' দেখছে পিসিবি কর্মকর্তা

কোচিং ছাড়ছেন রবি শাস্ত্রী, আলোচনায় কুম্বলে-লক্ষ্মণ

কোচিং ছাড়ছেন রবি শাস্ত্রী, আলোচনায় কুম্বলে-লক্ষ্মণ