নিউজিল্যান্ডের সিরিজ বাতিলে ভারতের 'ষড়যন্ত্র' দেখছে পিসিবি কর্মকর্তা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১২ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২১
নিউজিল্যান্ডের সিরিজ বাতিলে ভারতের 'ষড়যন্ত্র' দেখছে পিসিবি কর্মকর্তা

নিরাপত্তা নিয়ে নিজেদের শঙ্কার কথা জানিয়েছে পাকিস্তান সফর বাতিল করেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শুরু হওয়ার কিছুক্ষণ আগে নিউজিল্যান্ড ক্রিকেট জানায়, সফরে কোনো ম্যাচ না খেলেই দেশ ফিরবে তারা।

সিরিজ শুরু হওয়ার মুহূর্তে সফর বাতিল করায় বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ বিষয়ে ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছ থেকে কোনো সাহায্য পাওয়ার আশা করছেন না পিসিবির কর্মকর্তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পিসিবি কর্মকর্তা পাকিস্তানের প্রভাবশালী সংবাদ পত্র ডনকে বলেছেন, ‘নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি অর্থনৈতিকভাবেও বড় ধাক্কা খাবে পাকিস্তান। পিসিবি, সরকার এবং নিরাপত্তা সংস্থার প্রচেষ্টার উপর এটা বড় ধাক্কা।’

দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তান সফরে গিয়েছিল নিউজিল্যান্ড। এ সফরে তিন ম্যাচের ওয়ানডে এবং পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল পাকিস্তানের। তবে সিরিজের কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরেছে নিউজিল্যান্ড। এ বিষয়ে আইসিসির কাছে গিয়েও কোনো কাজ হবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।

নিউজিল্যান্ডের সিরিজ বাতিলের পিছনের ভারতের হাত আছে বলে মনে করেন ওই কর্মকর্তা। তিনি বলেন, ‘আইসিসি আগেও এ বিষয়ে কোনো কথা বলেনি। আইসিসিতে ভারতের লবিং অনেক বেশি শক্তিশালী। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো ব্যবস্থা নিলে সেখানে পাকিস্তানের লড়াই করা কঠিন হবে।’

নিউজিল্যান্ডের পাকিস্তান সফরের এক মাস আগে ভারতীয় পত্রিকা দ্য সানডে গার্ডিয়ান তাদের এক প্রতিবেদনে জানিয়েছিল, নিউজিল্যান্ড দলের উপর সন্ত্রাসী আক্রমণের শঙ্কা আছে। পাকিস্তানে সক্রিয় থাকা বিভিন্ন সন্ত্রাসীগোষ্ঠী এ হামলার পরিকল্পনা করছে।

দ্য সানডে গার্ডিয়ানের এ রিপোর্ট প্রকাশ করেছে পাকিস্তানের পত্রিকা দ্য ইন্টারন্যাশনাল নিউজ। তারা দাবি করেছে দ্য সানডে গার্ডিয়ানের এ রিপোর্টের নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্টের কাছে পাঠিয়েছে এক ভিনদেশি কূটনৈতিক।

কিউইরা সফর বাতিল করায় এখন ইংল্যান্ডের পাকিস্তান সফরের ভাগ্য ঝুলে গিয়েছে। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ইতিমধ্যে বিষয়টি নিয়ে ভাবনা-চিন্তা করছে। তবে পিসিবির ওই কর্মকর্তাও মনে করেন, এ মুহূর্তে ইংল্যান্ডের পাকিস্তান সফরে আসার কোনো সম্ভাবনা নেই।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

নিউজিল্যান্ডকে দেখে নেওয়া ‘হুমকি’ রমিজ রাজার

নিউজিল্যান্ডকে দেখে নেওয়া ‘হুমকি’ রমিজ রাজার

নিউজিল্যান্ড দ্বারা ‘খুন’ হলো পাকিস্তান ক্রিকেট

নিউজিল্যান্ড দ্বারা ‘খুন’ হলো পাকিস্তান ক্রিকেট

এবার ইংলিশদের পাকিস্তান সফর নিয়ে শঙ্কা

এবার ইংলিশদের পাকিস্তান সফর নিয়ে শঙ্কা

বরখাস্ত হওয়ার আগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি : ওয়াকার ইউনিস

বরখাস্ত হওয়ার আগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি : ওয়াকার ইউনিস