ক্রিকেটকে বিদায় বললেন পেস বোলিং অলরাউন্ডার ট্রেগো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫৪ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২১
ক্রিকেটকে বিদায় বললেন পেস বোলিং অলরাউন্ডার ট্রেগো

ইংলিশ কাউন্টি ক্লাব সামারসেটের গ্রেট পিটার ট্রেগো। ঘরোয়া ক্রিকেটে সমৃদ্ধ ক্যারিয়ার হলেও কখনই আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাননি তিনি। ইংলিশ ক্রিকেটের পাশাপাশি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও খেলেছিলেন ট্রেগো। এবার সবধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন তিনি।

ইংলিশ কাউন্টি ক্লাব সামারসেটের গ্রেট হিসেবে বিবেচিত হলেও ক্যারিয়ারের শুরুর দিকে কেন্ট এবং মিডলসেক্সে খেলেছেন পিটার ট্রেগো। ক্যারিয়ারের শেষ দিকে খেলেছেন ন্যাটিংহামশায়ারের হয়ে।

বাংলাদেশের ক্রিকেটে ২০১১ সালে ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে খেলেছিলেন পিটার ট্রেগো। এছাড়াও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী মৌসুমে সিলেট রয়্যালসের হয়ে খেলেছিলেন তিনি। এছাড়াও একই মৌসুমে সিলেট রয়্যালসকে নেতৃত্বও দিয়েছিলেন তিনি।

ট্রেগো মূলত ছিলেন মারকুটে ব্যাটসম্যান, পাশাপাশি কার্যকর মিডিয়াম পেস বোলিং করতেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ২২৩ ম্যাচে ৩২.৮০ গড়ে করেছিলেন ৯৬৪৪ রান। এছাড়াও বল হাতে শিকার করেছিলেন ৩৯৫ উইকেট।

লিস্ট ‘এ’ ক্রিকেটেও বেশ সমৃদ্ধ পিটার ট্রেগোর ক্যারিয়ার। লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ২০৬ ম্যাচে ১০ সেঞ্চুরিতে ৫০৫৭ রান করেছেন। এছাড়াও টি-টোয়েন্টি ক্রিকেটে ২১১ ম্যাচে করেছে ৪১২৭ রান। উইকেট নিয়েছেন যথাক্রমে ১৭৩ এবং ৭৮ টি।

ইংল্যান্ডের বয়সভিত্তিক ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে সবার নজর কাড়েন পিটার ট্রেগো। ১৯৯৯ সালে কাউন্টি ক্রিকেটে দল পেলেও ২০০০ সালে অভিষেক ঘটে তার। তবে কাউন্টি ক্রিকেটে ভালো শুরু করতে পারেননি। তাই তো ক্রিকেটকে বিদায় জানিয়ে ফুটবলে ক্যারিয়ার গড়ার চেষ্টা করেন। তবে সেখানেও সফল না হয়ে আবারও ক্রিকেটে ফিরে আসেন ট্রেগো।

২০০৬ সালে ক্রিকেটে ফিরে সামারসেটের হয়ে তা সাফল্যগাঁথা শুরু হয়। এরপরেও আন্তর্জাতিক ক্রিকেটে খেলার স্বাদ পাননি তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে না পারার আক্ষেপ নিয়েই হয়তো ক্রিকেটকে বিদায় জানালেন ট্রেগো। তবে বিদায় বেলায় তৃপ্তির কথাই জানিয়েছেন তিনি।

ট্রেগো বলেন, ‘যেকোনো ক্রীড়াবিদের জন্য এটা (অবসর) কঠিন বাস্তবতা। তবে এখন আমি বলতে পারি আমার অর্জনে আমি গর্বিত। এ দীর্ঘ পথ চলায় যাদেরকে পেয়েছি সবাই অসাধারণ মানুষ।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

কোচিং ছাড়ছেন রবি শাস্ত্রী, আলোচনায় কুম্বলে-লক্ষ্মণ

কোচিং ছাড়ছেন রবি শাস্ত্রী, আলোচনায় কুম্বলে-লক্ষ্মণ

এবার ইংলিশদের পাকিস্তান সফর নিয়ে শঙ্কা

এবার ইংলিশদের পাকিস্তান সফর নিয়ে শঙ্কা

নিউজিল্যান্ড দ্বারা ‘খুন’ হলো পাকিস্তান ক্রিকেট

নিউজিল্যান্ড দ্বারা ‘খুন’ হলো পাকিস্তান ক্রিকেট

অ্যাশেজেও থাকছেন না স্টোকস

অ্যাশেজেও থাকছেন না স্টোকস