ভবিষ্যতের কথা চিন্তা করেই সিদ্ধান্ত নিয়েছে কোহলি : সৌরভ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৫ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২১
ভবিষ্যতের কথা চিন্তা করেই সিদ্ধান্ত নিয়েছে কোহলি : সৌরভ

চলতি বছর অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াবেন বিরাট কোহলি। ভবিষ্যতের কথা চিন্তা করেই কোহলি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) নেতৃত্ব ছাড়ার আগে ওয়ার্কলোডকে দায়িত্ব ছাড়ার কারণ হিসেবে উল্লেখ করেন বিরাট কোহলি। নেতৃত্ব দিতে গিয়ে লম্বা সময় ধরে সেঞ্চুরি পাচ্ছেন না তিনি।

বিসিসিআই সভাপতি সৌরভ বলেন, ‘বিরাট ভারতীয় ক্রিকেটের সম্পদ। সে আত্মবিশ্বাসের সাথে দলকে নেতৃত্ব দিয়েছে। সে সফল অধিনায়ক। তার ভবিষ্যতের কথা চিন্তা করেই এ সিদ্ধান্ত নিয়েছে। টি-টোয়েন্টিতে ভারতকে নেতৃত্ব দেওয়ায় বিরাটোকে ধন্যবাদ।’

বিসিসিআই সভাপতি সৌরভের সাথে কথা বলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন বিরাট কোহলি। এ ছাড়াও সহ-অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রবি শাস্ত্রীও এ সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

কোহলি অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে বলেন, ‘এ সিদ্ধান্ত নিতে আমার সময় লেগেছে। আমি আমার মানুষদের সাথে অনেক আলোচনা করেছি। এরপরই আমি টি-টোয়েন্টি ক্রিকেটে নেতৃত্ব ছাড়ছি। সেক্রেটারি জয় শাহ, সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং নির্বাচকদের সাথেও কথা হয়েছে।’

২০১৭ সালে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ভারতের দায়িত্ব নেন বিরাট কোহলি। ভারতকে ৪৫ ম্যাচে নেতৃত্ব দিয়ে ২৭ ম্যাচে দলকে জয় এনে দিয়েছেন তিনি।

কোহলি বদলি হিসেবে কে ভারতের টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিবেন তা নিয়ে এখন গুঞ্জন চলছে। সবার ধারণা অধিনায়কত্বের ব্যাটন রোহিতের হাতেই উঠছে। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে ১৯ ম্যাচের মধ্যে ১৫টিতে জয় এনে দিয়েছেন রোহিত শর্মা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন কোহলি

অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন কোহলি

ভারতের নিউজিল্যান্ড সফর স্থগিত

ভারতের নিউজিল্যান্ড সফর স্থগিত

পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বুন্ডেল

পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বুন্ডেল

ঘরোয়া ক্রিকেটে ফিরবেন না আমির!

ঘরোয়া ক্রিকেটে ফিরবেন না আমির!