সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ১৯ নভেম্বর থেকে মাঠে গড়াবে আবুধাবি টি-টেন লিগের এবারের মৌসুম। এবারের আসরের জন্য বাংলা টাইগার্সের হেড কোচের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের সাবেক গুরু স্টুয়ার্ট ল।
স্টুয়ার্ট ল-এর আগে বাংলা টাইগার্সের কোচের দায়িত্বে ছিলেন বাংলাদেশের সাবেক ব্যাটসম্যান আফতাব আহমেদ। এছাড়া ব্যাটিং কোচের দায়িত্বে থাকবেন সাবেক ইংলিশ ক্রিকেটার পল নিক্সন। বোলিং কোচের দায়িত্ব সামলাবেন আফগানিস্তানের বোলিং গুরু এবং সাবেক অজি পেসার শন টেইট।
কোচ নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে বাংলা টাইগার্স ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষ। তাদের নিয়োগের বিষয়টি এক বিবৃতিতে জানিয়েছে।
বাংলা টাইগার্সের আগে বাংলাদেশ জাতীয় দল, বাংলাদেশ এ দলের দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন স্টুয়ার্ট ল। এছাড়াও ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও কোচ হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে তার।
এবারের আবুধাবি ক্রিকেট লিগে বাংলা টাইগার্স তাদের আইকন হিসেবে প্রোটিয়া ক্রিকেটার ফ্যাফ ডু প্লেসিসকে বেছে নিয়েছে। তার হাতেই উঠছে দলটির অধিনায়কের দায়িত্ব।
১০ ওভারের এ টুর্নামেন্টের সবগুলো ম্যাচই আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট শুরুর আগে বেশি সময় বাকি না থাকায় নিজেদের দল গোছানোর কাজ শুরু করেছে দলগুলো।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]