নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে ক্রিকেটারদের নতুন জার্সি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেখানেই জাতীয় সাবেক ক্রিকেটার শহিদ আফ্রিদির ১০ নম্বর জার্সি পেয়েছেন শাহিন আফ্রিদি। মজার বেপার হলো- শহিদ আফ্রিদির মেয়ে জামাই হচ্ছেন শাহিন আফ্রিদি।
সম্প্রতি শহিদ আফ্রিদি নিজেই জানিয়েছেন, ‘তার বড় মেয়েকে বিয়ে করছেন শাহিন আফ্রিদি।’ বিয়ের দিনক্ষণ এখনও ঠিক না হলেও দুই পরিবার জানিয়ে রেখেছে, চলতি বছরই বাগদান সেরে রাখা হবে।
এদিকে, বিয়ের আগেই শ্বশুড় শহিদ আফ্রিদির ব্যবহৃত ১০ নম্বর জার্সি পেয়ে গেলেন জামাই শাহিন আফ্রিদি। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দলের নতুন জার্সি প্রকাশ করার পরই বিষয়টি নিশ্চিত হয়েছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে শহিদ আফ্রিদির ১০ নম্বর জার্সিটি পরা শুরু করবেন শাহিন। যেখানে অভিষেকের পর থেকে এতদিন ধরে তার জার্সি নম্বর ছিল ৪০।
শ্বশুরের জার্সি পেয়ে আপ্লুত শাহিন আফ্রিদি। টুইটারে তিনি লিখেছেন, ‘এটা স্রেফ একটা জার্সি নম্বরের চেয়ে অনেক বেশি কিছু। এ জার্সি সততা, নিষ্ঠা ও পাকিস্তানের প্রতি গভীর ভালোবাসার প্রতীক।’
তিনি আরও লিখেন, ‘লালার (শহিদ আফ্রিদি) ১০ নম্বর জার্সি পরে আমি এখন পাকিস্তানের হয়ে খেলব। আমি কৃতজ্ঞ এবং সম্মানিত বোধ করছি। শুধুই পাকিস্তান।’
দেশটির সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি পাঁচ সন্তানের জনক। তাদের মধ্যে ২০ বছর বয়সী আকসা সবার বড়। তিনিই ২১ বছর বয়সের শাহিন আফ্রিদির স্ত্রী হতে চলেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে না হলেও বিশ্বকাপ শেষেই তারা বিয়ের পিঁড়িতে বসছেন।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]